রাঙতা মেলা শেষ হচ্ছে আজ

মেয়ে নেটওয়ার্কের উদ্যোক্তা শাখা ‘হুটহাট’-এর উদ্যোক্তারা শখের বশেই প্রথম মেলার আয়োজন করেছিলেন ২০১৩ সালে। এরপর সময়ের সঙ্গে সঙ্গে বেড়েছে রাঙতার পরিধি। প্রতি বছর বৈশাখের আগে একবার আয়োজন করা হলেও এবারই প্রথম দ্বিতীয়বারের মতো বসেছে দেশীয় পণ্যের এ মেলা। ঈদকে সামনে রেখে ধানমন্ডির মাইডাস সেন্টারে আয়োজিত দুই দিনব্যাপী এ মেলা শেষ হচ্ছে আজ ২ জুন।

33173124_2074391559552543_4952818417296998400_n
হাতে তৈরি গয়না, ঘর সাজানোর সরঞ্জাম, রংতুলিতে আঁকা পোশাক, চামড়াজাত পণ্যসহ নানা ধরনের দেশীয় পণ্য পাওয়া যাচ্ছে রাঙতায়।
বেগুনি প্রজাপতি, রাঙা, রেনে বাংলাদেশ, ঈহা, বক্স অব অরনামেন্টস, কারুজ, বিনোদিনী, রেগা, কইন্যা, বর্ণিল, দ্বৈতা, লৌকিক, অনিন্দিতাসহ মোট ৪২টি উদ্যোগ অংশগ্রহণ করেছে ঈদ রাঙতায়। আজ রাত ৯টা পর্যন্ত চলবে মেলা।