বলিরেখা দূর করে আলুর রস

রোদ ও ধুলাবালিতে ত্বক নির্জীব হয়ে পড়ে। ঈদের আগেই ত্বকের খানিকটা যত্ন নিয়ে নিন। আলুর রসের সাহায্যে দূর করতে পারেন ত্বকের কালচে দাগ। আলুর রস নিয়মিত ব্যবহারে দূর হবে বলিরেখাও। জেনে নিন ত্বকের যত্নে কীভাবে আলুর রস ব্যবহার করবেন।

Beauty-Recipes-Of-Potato-Juice-1

  • সমপরিমাণ টক দই ও আলুর রস মিশিয়ে নিন। ১ চা চামচ অলিভ অয়েল মিশিয়ে ত্বকে লাগান। ত্বক হবে টানটান ও মসৃণ।
  • সমপরিমাণ আলুর রস ও লেবুর রস মিশিয়ে ত্বকে লাগান। ত্বকের কালচে দাগ দূর হবে।
  • ১ কাপ পানির সঙ্গে ৫ চা চামচ আলুর রস ও ১ চা চামচ বেকিং সোডা মেশান। মিশ্রণটি ত্বকে লাগান। প্রাকৃতিকভাবে ত্বক হবে পরিষ্কার।  
  • চোখের ফোলা ভাব কমাতে সাহায্য করে আলুর রস। এজন্য সমপরিমাণ আলুর রস ও শসার রস মিশিয়ে চোখের আশেপাশের অংশে লাগান। তুলা ভিজিয়ে চোখের উপর দিয়ে রাখলে সবচেয়ে ভালো ফল পাবেন। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন চোখ।
  • মুলতানি মাটির সঙ্গে লেবুর রস ও আলুর রস মিশিয়ে ত্বকে লাগিয়ে রাখুন। সুকিএয় গেলে ধুয়ে ফেলুন। ত্বক হবে উজ্জ্বল ও মসৃণ।

তথ্য: স্টাইল ক্রেজ