ঈদ রাতের ঝলমলে সাজ

putul nightসারাদিনের মেহমান সামলানো আর সব কাজ গুছিয়ে নেওয়ার পর ঘরের মেয়ে বউদের আসে ঘুরতে যাওয়ার পালা। কেউ দাওয়াতে যান, কেউবা বাসায় পার্টি আয়োজন করেন। রাতের আয়োজন সাজ কম হলে কী চলে? রাতে চাই জমকালো সাজ।

তবে জমকালো সাজ মানেই হুলুস্থুল কাণ্ড নয়। খুব স্বাভাবিক সাজ কিন্তু আপনাকে লাগবে জমকালো।

দিনের সাজের মতোই মুখ ধুয়ে বরফ ঘসে নিতে হবে। এরপর দিতে হবে লাইট ফাউন্ডেশন। ফাউন্ডেশন আপনার বেইসকে ভারি করবে। এর ওপর সাবধানে ফেসপাউডার বা প্যানকেক বসিয়ে নিলেই কাজ শেষ। পোশাকের টোন নির্বাচন করে একটু ব্লাশন।

putul nighttএবার চোখের সাজ। জামার সঙ্গে ম্যাচ করে আইশ্যাডো দিয়ে চোখ সাজানো যেতে পারে। তবে স্মোকি চোখের স্টাইলটা ভীষণ ভালো মানায় রাতের আয়োজনে। চাইলেই স্মোকি চোখ করে নেওয়া যেতে পারে। সেক্ষেত্রে পোশাকের সঙ্গে ম্যাচিংয়ের বিষয়টি থাকছে না। এর সঙ্গে দিতে হবে ভলিউম মাশকারা। চাইলেই আইল্যাশ ব্যবহার করা যেতে পারে। আইলেশ চোখের সৌন্দর্য বাড়িয়ে দেবে।

putul nighttttসব শেষে লিপস্টিক। যেহেতু চোখের মেকাপ ডার্ক, তাই লিপস্টিক নুড করা যেতেই পারে। তবে অনেকেই ডার্ক লিপস্টিক ভালোবাসেন। তাদের একদম খারাপ লাগবে না।

মডেল: আইনুন পুতুল

ছবি: আল মামুন

সাজ: বিন্দিয়া এক্সক্লুসিভ।

শাড়ি:  বেস্ট বাংলাদেশ।