খুশকি দূর করুন ঘরোয়া উপায়ে

খুশকি নিয়ে চিন্তিত? ঘরোয়া উপায়ে খুব সহজেই দূর করতে পারেন খুশকি। জেনে নিন কীভাবে।

টি ট্রি অয়েল
টি ট্রি অয়েল
খুশকি দূর করার জন্য টি ট্রি অয়েলযুক্ত শ্যাম্পু খুবই কার্যকর। শ্যাম্পুতে মাত্র ৫ পারসেন্ট টি ট্রি অয়েল থাকলেই খুশকি দূর হয়ে যাবে। চাইলে পছন্দের শ্যাম্পু ব্যবহারের আগে কয়েক ফোঁটা টি ট্রি অয়েল মিশিয়ে নিতে পারেন।
বেকিং সোডা
শ্যাম্পুর বদলে বেকিং সোডা ব্যবহার করুন চুল পরিষ্কার করতে। বেকিং সোডার সঙ্গে পরিমাণ মতো পানি মিশিয়ে পেস্ট তৈরি করুন। চুল ভিজিয়ে গোড়ায় ঘষে ঘষে লাগান। ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন চুল। এটি খুশকির জন্য দায়ী ব্যাকটেরিয়া দূর করবে।
আপেল সিডার ভিনেগার
একটি স্প্রে বোতলে সমপরিমাণ আপেল সিডার ভিনেগার ও পানি মিশিয়ে চুলে স্প্রে করুন। শাওয়ার ক্যাপ দিয়ে ঢেকে নিন চুল। আধা ঘণ্টা পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুইবার ব্যবহার করলে দূর হবে খুশকি।

আপেল সিডার ভিনেগার
নারকেল তেল
গোসলের আগে নারকেল তেল ঘষে ঘষে লাগান চুলের গোড়ায়। কিছুক্ষণ অপেক্ষা করে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
লেবুর রস
লেবুর রস চুলের গোড়ায় লাগান ঘষে ঘষে। চুল ধুয়ে ফেলুন। এবার এক কাপ পানিতে ১ চা চামচ লেবুর রস মিশিয়ে আবার ধুয়ে নিন চুল। খুশকি দূর করার জন্য প্রতিদিন ব্যবহার করতে পারেন এটি।
লবণ
চুল ভিজিয়ে মোটা দানার লবণ ঘষুন চুলের গোড়ায়। শ্যাম্পু দিয়ে ভালো করে ধুয়ে নিন চুল। শ্যাম্পুর সঙ্গে সামান্য লবণ মিশিয়ে নিলেও উপকার পাবেন। লবণ

অ্যালোভেরা
চুলের গোড়ায় অ্যালোভেরার জেল লাগাতে পারেন নিয়মিত। কিছুক্ষণ রেখে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।  
রসুন
কয়েকটি রসুন ছেঁচে চুলের গোড়ায় লাগান। এটি নিয়মিত ব্যবহারে খুশকি দূর হবে চিরতরে।

রসুন

তথ্য: রিডার্স ডাইজেস্ট