আপনার যেসব আচরণে বিরক্ত হয় পোষা প্রাণী

পোষা প্রাণীটির যত্নে অনেক কিছু করছেন। কিন্তু জানেন কি আপনার কোনও কোনও আচরণেই বিরক্ত হচ্ছে সে? বলতে না পারলেও মালিকের কিছু আচরণে কুকুর কিংবা বিড়াল বেশ মনঃক্ষুণ্ণ হয়! জেনে নিন কী কী কারণে এমনটা হতে পারে। 

single pic template-1

  • নতুন কোনও প্রাণী নিয়ে এসে জোর করে বন্ধুত্ব করতে বললে সেটা ঠিক পছন্দ করে না কুকুর।
  • মাথায় হাত বুলিয়ে আদর করলে বিরক্ত হয় কুকুর ও বিড়াল।
  • মালিকের পরিষ্কার-পরিচ্ছন্নতার বাতিক থাকলে সেটা বেশ বিরক্তিকরই কুকুর ও বিড়ালের জন্য!  ঘনঘন গোসল করানো কিংবা পরিষ্কার করতে থাকলে সেটা পছন্দ করে না তারা।
  • ঘণ্টার পর ঘণ্টা টিভির সামনে অলস সময় কাটাচ্ছেন? আপনার পোষাপ্রাণীটি কিন্তু সেটি একেবারেই ভালো চোখে দেখছে না!
  • অতিরিক্ত অনুশাসনের মধ্যে থাকতে পছন্দ করে না কুকুর ও বিড়াল। আবার একেবারে শাসন না করলেও বিরক্ত হয় কুকুর! কারণ তারা নির্দেশ পেতে পছন্দ করে।
  • হাঁটতে নিয়ে গিয়ে তাড়াহুড়া করলে সেটা ঠিক পছন্দ করে না কুকুর।
  • কুকুর কিংবা বিড়ালকে পোশাক পরালে তারা বিরক্ত হয়।
  • রুমে কিংবা খাঁচায় আঁটকে রাখলে সেটা তাদের জন্য কষ্টকর।
  • গভীর ঘুমে থাকা অবস্থায় তাদের ডেকে হাঁটতে নিয়ে গেলেও বিরক্ত হয় তারা।

তথ্য: রিডার্স ডাইজেস্ট