ত্বক উজ্জ্বল করে সবুজ আপেল

ভিটামিন সি, ভিটামিন এ ও কপারের পাশাপাশি সবুজ আপেলে রয়েছে এমন কিছু উপাদান যা ত্বকের যত্নে অতুলনীয়। সবুজ আপেলের তৈরি ফেসপ্যাক নিয়মিত ব্যবহারে ত্বক হবে উজ্জ্বল ও কোমল। ব্রণ দূর করতেও ব্যবহার করতে পারেন এর ফেসপ্যাক।

সবুজ আপেল সবুজ আপেল
একটি সবুজ আপেল ছোট ছোট কুচি করে এক কাপ পানি মিশিয়ে ব্লেন্ড করে নিন। মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন। ১৫ মিনিট পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
আপেল, মধু ও লেবু
ব্রণ দূর করতে কার্যকর এই ফেসপ্যাকটি। একটি সবুজ আপেলের রসের সঙ্গে ১ চা চামচ মধু ও ১ চা চামচ লেবুর রস মেশান। মিশ্রণটি ব্রণের উপর লাগিয়ে রাখুন। ২০ মিনিট পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
আপেল ও মধু
ত্বকের রোদে পোড়া দাগ দূর করতে কার্যকর এই ফেসপ্যাক। একটি সবুজ আপেল ব্লেন্ড করে ১ চা চামচ মধু মিশিয়ে ত্বকে লাগান। আধা ঘণ্টা পর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
আপেল, ওটমিল, মধু ও ডিম
অর্ধেকটি সবুজ আপেল ছোট ছোট টুকরা করে কেটে নিন। ১ চা চামচ ওটমিল গুঁড়া, ১ চা চামচ মধু ও ১টি ডিমের কুসুম মেশান। মিশ্রণটি ভালো করে নেড়েচেড়ে ত্বকে লাগিয়ে রাখুন। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। ত্বক নরম ও কোমল হবে।

তথ্য: বোল্ডস্কাই