নিউইয়র্কের রাস্তায় হঠাৎ মাহিরা

রইস খ্যাত অভিনেত্রী মাহিরা খান সবসময়ই প্রশংসিত হয়েছেন তার চমৎকার ফ্যাশন সেন্সের কারণে। পাকিস্তানি এই অভিনেত্রীকে হঠাৎ দেখা গেল নিউইয়র্কের রোদ ঝলমলে রাস্তায়। রংধনুর সবগুলো রংই যেন ঘিরে রেখেছিল তাকে।

মাহিরা খান
চোখ ধাঁধানো ফিউশন আউটফিটটি দেখে হঠাৎ শাড়ি মনে হলেও শাড়ির সঙ্গে পুরোপুরি মেলানো যাবে না। ঐতিহ্যবাহী পোশাকের আধুনিক সংস্করণ বলা যেতে পারে পোশাকটিকে, শাড়ি থেকে ইন্সপায়ার্ড হয়ে পোশাকটির নকশা করেছেন পাকিস্তানের স্বনামধন্য ডিজাইনার সানা সাফিনাজ।

মাহিরা খান
লাল, গোলাপি, কালো, সবুজ, নীলসহ বিভিন্ন রঙের প্রিন্ট রয়েছে পোশাক জুড়ে। ফুলেল নকশাও চোখে পড়েছে। রংগুলোর সঙ্গে কন্ট্রাস্ট সাদা-কালো স্ট্রাইপ পোশাকে নিয়ে এসেছে ভিন্নতা। টিউব-টপ ব্লাউজে ছিল অ্যাপ্লিকের কারুকাজ। ব্লাউজের নীল রঙের এলোমেলো ফিতাও সাজে নিয়ে এসেছে বৈচিত্র্য।
অনুসঙ্গ হিসেবে ছিল নীল ফিতার জুতা ও নীল দুল। মেকআপের আধিক্য না থাকলেও সাজে জমকালো ভাব নিয়ে এসেছে সানগ্লাস ও খোলা চুল।