রেসিপি: ছয় স্বাদের আলু ভর্তা

গরম ভাতের সঙ্গে আলু ভর্তা খেতে পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। মজাদার আলু ভর্তা বানিয়ে ফেলতে পারেন ছয়টি ভিন্নধর্মী স্বাদে। জেনে নিন রেসিপি। 

b943521facccb6e2338623bb6e3b24ca

উপকরণ
পেঁয়াজ বেরেস্তা- ৩ টেবিল চামচ
ঘি- ১ চা চামচ
আচারের তেল- ১ চা চামচ
সেদ্ধ ডিম- ১টি
কাঁচামরিচ- স্বাদ মতো (হালকা তেলে ভেজে নেওয়া)
শুকনা মরিচ কুচি- স্বাদ মতো (হালকা তেলে ভেজে নেওয়া)
পেঁয়াজ কুচি- প্রয়োজন মতো
ধনেপাতা কুচি- ১/৩ কাপ
আলু- ৬টি
সরিষার তেল- ৪ চা চামচ
কালিজিরা- আধা চা চামচ
লবণ- স্বাদ মতো     

প্রস্তুত প্রণালি

কাঁচামরিচ দিয়ে আলু ভর্তা
কাঁচামরিচের মজাদার স্বাদে আলু ভর্তা করার জন্য ২ টেবিল চামচ পেঁয়াজের সঙ্গে স্বাদ মতো কাঁচামরিচ ও লবণ দিয়ে মেখে নিন। মিশ্রণের সঙ্গে আলু চটকে দিয়ে দিন। ১ টেবিল চামচ ধনেপাতা ও ১ চা চামচ সরিষার তেল দিয়ে মেখে তৈরি করে ফেলুন আলু ভর্তা।
আচারি আলু ভর্তা
আচারি আলুর ভর্তা তৈরি করতে স্বাদ মতো শুকনা মরিচের সঙ্গে লবণ ও পেঁয়াজ মেখে নিন। ১টি আলুর সঙ্গে আচারের তেল মেখে নিন। হয়ে গেল আচারি আলু ভর্তা।
বেরেস্তা আলু ভর্তা  
বেরেস্তা আলু ভর্তা বানাতে পেঁয়াজের বেরেস্তা নিয়ে নিন। সঙ্গে লবণ ও শুকনা মরিচ মেখে আলু চটকে নিন। ১ চা চামচ সরিষার তেল মেখে বানিয়ে ফেলুন মজাদার আলু ভর্তা।
ডিম-আলু ভর্তা
আরেকটি মজাদার ভর্তা হচ্ছে ডিম-আলু ভর্তা। এটি তৈরি করতে ভেজে রাখা কাঁচামরচি, স্বাদ মতো লবণ, ২ টেবিল চামচ পেঁয়াজ কুচি ও ২ টেবিল চামচ ধনেপাতা কুচি দিয়ে ভালো করে চটকে নিন। এবার সেদ্ধ করা ডিম ও আলু এবং ১ চা চামচ সরিষার তেল দিয়ে সব ভালোভাবে মেখে নিন। হয়ে গেল মজাদার ডিম-আলু ভর্তা।
ঘি দিয়ে আলু ভর্তা
ঘি দিয়ে আলু ভর্তা তৈরি করতে শুকনা মরিচ, লবণ ও ২ টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে চটকে নিন। আলু চটকে ঘি দিয়ে দিন।
কালিজিরা-আলু ভর্তা  
কালিজিরা-আলু ভর্তা বানাতে স্বাদ মতো শুকনা মরিচ লবণ দিয়ে মেখে ২ টেবিল চামচ পেঁয়াজ চটকে নিন। ২ টেবিল চামচ ধনেপাতা ও আধা চা চামচ কালিজিরা দিয়ে মেখে নিন। শুকনা প্যানে ২ মিনিট ভেজে নেবেন কালিজিরা। মিশ্রণে ১ চা চামচ সরিষার তেল ও আলু দিয়ে চটকে বানিয়ে ফেলুন কালিজিরার আলু ভর্তা।

রেসিপি ও ছবি: কুকিং স্টুডিও বাই উম্মি