লম্বা চুল পাবেন যেভাবে

মজবুত ও লম্বা চুল কে না চায়? ঘন ও ঝলমলে চুলের জন্য ঘরে তৈরি কয়েকটি তেল বেশ কাজে দেয়। পাশাপাশি রেগুলার শ্যাম্পুর সঙ্গেও মিশিয়ে নিতে পারেন দুয়েকটি প্রাকৃতিক উপাদান।

adf নারকেল তেল ও রসুন
মুঠো ভর্তি রসুনের কোয়া পেস্ট করে রস সংগ্রহ করুন। নারকেল তেলের সঙ্গে রসুনের রস মিশিয়ে চুলের আগা থেকে গোড়া পর্যন্ত ঘষে ঘষে লাগান। ১ ঘণ্টা অপেক্ষা করে ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে।
মধু, আদা, রসুন
কয়েক কোয়া রসুন ও আদার একটি ছোট টুকরা পেস্ট করে রস সংগ্রহ করুন। আদা, রসুনের রস ও ১ চা চামচ মধু মেশান রেগুলার শ্যাম্পুর সঙ্গে। সপ্তাহে একদিন এই শ্যাম্পু দিয়ে চুল পরিষ্কার করুন। দ্রুত বাড়বে চুল। পাশাপাশি মজবুত হবে চুলের গোড়া।
নারকেল তেল, লেবুর রস, গাজর
একটি গাজর কুচি করে ১ কাপ নারকেল তেলের সঙ্গে মেশান। মিশ্রণটি সামান্য গরম করে নিন। একটি কাচের বয়ামে সংরক্ষণ করুন তেলটি। ব্যবহারের আগে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে নিন। চুলের গোড়া থেকে আগা পরজবত ভালো করে ম্যাসাজ করে অপেক্ষা করুন। ১ ঘণ্টা পর ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন চুল।
তিলের তেল ও হলুদ
হলুদ কুচি করে তিলের তেলের সঙ্গে মেশান। মিশ্রণটি কুসুম গরম করে চুলের আগা থেকে গোড়া পর্যন্ত ম্যাসাজ করুন। ১ ঘণ্টা অপেক্ষা করে ধুয়ে ফেলুন।  

তথ্য: বোল্ডস্কাই