মাটির উর্বরতা বাড়ায় ডিমের খোসা

ডিমের খোসা ফেলে না দিয়ে ব্যবহার করতে পারেন বিভিন্নভাবে। মাটি রউর্বরতা বাড়াতে সাহায্য করে ডিমের খোসা। এছাড়া গৃহস্থালি পরিচ্ছন্নতায়ও কার্যকর এটি। ব্যবহার করতে পারেন ত্বকের যত্নেও।  

Eggshells-Garden

  • বাগানে চারপাশে ও গাছের গোড়ায় ডিমের খোসা গুঁড়ো করে ছড়িয়ে দিন। গাছের ধারেকাছে পোকামাকড় ঘেঁষবে না। ডিমের খোসায় প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও মিনারেল রয়েছে। এগুলো মাটির উর্বরতা বৃদ্ধি করে।
  • ১টি ডিমের সাদা অংশে এক বা দুটো ডিমের খোসা গুঁড়ো করে মিশিয়ে প্যাক তৈরি করুন। মুখে ১৫ মিনিট লাগিয়ে রেখে হালকা গরম পানিতে ধুয়ে ফেলুন। ত্বক উজ্জ্বল হবে। নিয়মিত ব্যবহার করলে ব্রণ দূর হবে।
  • তেতো স্বাদের কারণে অনেকেই পছন্দ করেন না কফি। কফির অতিরিক্ত তিতকুটে ভাব কমাতে সামান্য ডিমের খোসা গুঁড়া দিয়ে দিন কফির মগে।
  • অনেক সময় রান্নাঘরের সিঙ্ক ময়লা জমে বন্ধ হয়ে যায়। এই সমস্যার সমাধানে ডিমের খোসা মিহি গুঁড়া করে সিঙ্কের মুখে দিয়ে কল খুলে দিন।
  • বাসনের পোড়া দাগ দূর করতেও এক্সপার্ট ডিমের খোসা। ডিশ ওয়াশারের সঙ্গে ডিমের খোসা গুঁড়ো মিশিয়ে বাসন মাজুন! পোড়া দাগ দূর হবে।

তথ্য: নিউজ এইটিন