ত্বক টানটান রাখে আমলকী

ভেষজ গুণসম্পন্ন আমলকী যেমন সুস্বাস্থ্যের জন্য অপরিহার্য, তেমনি ত্বকের যত্নেও অনন্য। এতে থাকা ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট ত্বক টানটান ও কোমল রাখে। দাগ দূর করে ত্বকের উজ্জ্বলতা ফেরাতেও জুড়ি নেই আমলকীর ফেসপ্যাকের। জেনে নিন কীভাবে তৈরি ও ব্যবহার করবেন আমলকীর ফেসপ্যাক।

আমলকী

আমলকী, হলুদ ও লেবুর রস

  • একটি বাটিতে ৩ টেবিল চামচ আমলকীর পাউডার নিন।
  • ১ চা চামচ হলুদ গুঁড়া মেশান।
  • ২ টেবিল চামচ লেবুর রস দিয়ে নেড়ে পেস্ট তৈরি করুন।
  • ত্বকে ২০ মিনিট লাগিয়ে রাখুন ফেসপ্যাকটি।
  • ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
  • প্রতি সপ্তাহে একবার ব্যবহার করলে ত্বকের দাগ দূর হবে।

আমলকী, পেঁপে ও মধু

  • পাকা পেঁপে চটকে নিন।
  • ২ টেবিল চামচ আমলকীর রস মেশান।
  • ১ টেবিল চামচ মধু মিশিয়ে নেড়ে নিন মিশ্রণ।
  • মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন না শুকানো পর্যন্ত।
  • ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
  • নিয়মিত ব্যবহার করলে ত্বক উজ্জ্বল ও টানটান হবে।

আমলকী ও গোলাপজল

  • পরিমাণ মতো আমলকীর পাউডার নিন।
  • গোলাপজল মিশিয়ে পেস্ট তৈরি করুন।
  • মিশ্রণটি ১৫ থেকে ২০ মিনিট ত্বকে লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।
  • সপ্তাহে দুইবার ব্যবহার করলে ত্বকের তেলতেলে ভাব কমবে।

আমলকী, চিনি ও লেবুর রস

  • একটি বাটিতে ২ টেবিল চামচ আমলকীর পাউডার নিন।
  • ১ চা চামচ চিনি মেশান।
  • ২ টেবিল চামচ লেবুর রস মিশিয়ে নেড়ে নিন।
  • মিশ্রণটি ত্বকে ঘষে ঘষে লাগান।
  • কিছুক্ষণ অপেক্ষা করে ধুয়ে ফেলুন।
  • ত্বকের মরা চামড়া দূর হওয়ার পাশাপাশি ত্বক হবে কোমল।

আমলকী, দই ও মধু

  • ২ থেকে ৩ টেবিল চামচ আমলকীর পাউডার নিন।
  • ১ টেবিল চামচ মধু মেশান।
  • ২ টেবিল চামচ দই মিশিয়ে তৈরি করুন ফেসপ্যাক।
  • ত্বকে কিছুক্ষণ লাগিয়ে রাখুন ফেসপ্যাকটি।
  • শুকিয়ে গেলে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
  • নিয়মিত ব্যবহারে ত্বক হবে ফ্রেশ ও উজ্জ্বল।

তথ্য: বোল্ডস্কাই