ঈদ রেসিপি

কোফতা বিরিয়ানি

ঈদের ছুটিতে অতিথির আনাগোনা লেগেই থাকে বাসায়। মজাদার কোফতা বিরিয়ানি রান্না করে ফেলতে পারেন অতিথিদের জন্য। স্বাদে ভিন্নতা নিয়ে আসবে সুস্বাদু এই বিরিয়ানি। জেনে নিন রেসিপি।

কোফতা বিরিয়ানি

উপকরণ
পোলাওয়ের চাল সেদ্ধ- ২ কাপ 

মাংসের কিমা- ৩ কাপ 

আদা বাটা- ২ টেবিল চামচ 

রসুন বাটা- ২ টেবিল চামচ 

জিরা গুঁড়া- ২ টেবিল চামচ 

ধনিয়া গুঁড়া- ২ টেবিল চামচ 

মরিচের গুঁড়া- ২ টেবিল চামচ 

টমেটো সস- ২ টেবিল চামচ 

গরম মসলা গুঁড়া- ২ টেবিল চামচ 
টক দই- ২ টেবিল চামচ 

পেঁয়াজ কিমা- ৩ টেবিল চামচ 

ধনেপাতা- ১ কাপ 

কাঁচামরিচ- ৮/১০টি 

পেঁয়াজ বেরেস্তা- ১ কাপ 

তেল- ১/৪ কাপ 

ঘি- ১/৪ কাপ 

নারকেলের  দুধ- ১ কাপ 

জর্দার রং- সামান্য 

কোফতা বিরিয়ানি

প্রস্তুত প্রণালি
একটি পাত্রে কিমার সঙ্গে অর্ধেক পরিমাণ বাটা ও গুঁড়া মসলা মেখে কোফতা বানিয়ে রাখতে হবে। হাঁড়িতে তেল ও ঘি গরম করে বাটা ও গুঁড়া মসলা কষিয়ে কোফতা দিয়ে কষাতে হবে। টক দই, কাঁচামরিচ, টমেটো সস ও ধনেপাতা দিয়ে রান্না করে নামিয়ে রাখতে হবে। আরেকটি হাঁড়িতে ঘিয় দিয়ে চাল, বেরেস্তা, ধনেপাতা রান্না করা কোফতা এইভাবে লেয়ারে সাজিয়ে উপরে তরল দুধ, রং ও ঘি দিয়ে ১৫ মিনিট দমে রেখে নামিয়ে পরিবেশন করতে হবে। 

ছবি: সাজ্জাদ হোসেন