তরকারিতে বেশি লবণ পড়ে গেলে কী করবেন?

তাড়াহুড়ায় তরকারিতে লবণ বেশি পড়ে গেলে দুশ্চিন্তার কিছু নেই। খুব সহজেই কিছু উপাদান যোগ করে কমিয়ে ফেলতে পারবেন বাড়তি লবণ।

7158dee6-17c9-4f30-b021-45ed8047caf6

  • আলু ছোট ছোট টুকরা করে দিয়ে দিন তরকারিতে। আলু সেদ্ধ হতে হতে টেনে নেবে লবণ। চাইলে রান্না শেষ হওয়ার পর আলু উঠিতে ফেলতে পারেন।
  • ১ চা চামচ লেবুর রস দিয়ে দিন তরকারিতে। এটিও অতিরিক্ত লবণ কমাতে সাহায্য করবে।  
  • ঝোলের তরকারি হলে ২টি টমেটো ৪ টুকরা করে কেটে দিয়ে দিন। কমে যাবে লবণ।
  • স্যুপ অথবা লিকুইড খাবার হলে পরিমাণ বাড়িয়ে দিন।
  • আটা পানিতে গুলে খামির তৈরি করুন। খানিকটা নরম হলেও সমস্যা নেই। গোল গোল করে খামির দিয়ে দিন তরকারির মাঝে মাঝে। এটি দেওয়ার পর শক্ত হয়ে যাবে ও তরকারির অতিরিক্ত লবণ টেনে নেবে। রান্না শেষে ফেলে দিন খামির।
  • লাবড়া বা সবজির তরকারি হলে আড়ো কিছু সবজি যোগ করে দিতে পারেন। যেমন গাজর, পেঁপে বা মিষ্টি কুমড়া কুচি করে মিশিয়ে দেওয়া যায়।
  • মোটা মোটা করে পেঁয়াজ কেটে দিয়ে দিন তরকারিতে। লবণ কমে যাবে। ভাজি ধরনের রান্নায় ছোট করে পেঁয়াজ কুচি করে মিশিয়ে দিতে পারেন।
  • টক দই দিলেও কমবে লবণ। তবে তরকারি বুঝে ব্যবহার করতে হবে টক দই।