ঢাকার কালীগঙ্গায় ডলফিন! (ফটো স্টোরি)

নদীর ঠাণ্ডা বাতাসে প্রাণ জুড়াচ্ছেন, হঠাৎ পানির মধ্যে থেকে কিছু একটা লাফিয়েই হুট করে গায়েব হয়ে গেল! হ্যাঁ, ঠিকই দেখেছেন। এটি শুশুক, ডলফিন ও তিমির একদম জ্ঞাতি ভাই। ঢাকার খুব কাছেই এই দৃশ্যের দেখা পেয়ে যেতে পারেন আপনিও। কেরানীগঞ্জের হযরতপুরে রয়েছে সুন্দর একটি বিকেল কাটানোর জন্য এমন উপযুক্ত জায়গা। কালীগঙ্গা ধলেশ্বরী নদীর ঠিক মিলনস্থলেই এখন ঝাঁক বেঁধে ঘুরছে শুশুকের দল। স্থানীয় বাসিন্দারা জানালেন, বছরের এই সময়টায় এখানে দেখা যায় শুশুকের দল। প্রায় ছয় থেকে সাত মাস পর্যন্ত এখানেই বসবাস করে তারা। তারা আরও জানান, এখানে অহেতুক কোলাহল নেই। অনেকেই পরিবার নিয়ে সময় কাটাতে আসেন এই নদীর পাড়ে।
এখানে যেতে চাইলে বসিলা ব্রিজ পার হয়ে অটো কিংবা রিকশা নিতে হবে আপনাকে। বসিলা ব্রিজ থেকে ১০ কিলোমিটার দূরেই পেয়ে যাবেন চমৎকার জায়গাটি। হযরতপুরের গুদারা ঘাট বললেই নিয়ে যাবে অটোওয়ালা। 

1

2

3

4

5নদীতে ঘুরতে পারেন নৌকা নিয়েও