আপনি কি অন্যের কাছে বিরক্তিকর?

‘বোরিং’ বা বিরক্তিকর চরিত্রের মানুষদের আমরা বিশেষ ঘাটাই না। চেষ্টা করি এড়িয়ে চলতে। রিডার্স ডাইজেস্ট জানিয়েছে কোন আচরণগুলো আপনাকে অন্যের কাছে বিরক্তিকর করে তোলে।

Bored
ভুল স্বীকার না করা
সবসময় নিজেকে সঠিক মনে করা বিরক্তিকর চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য। জীবনের চলার পথে নানা ধরনের ভুল হয়ে যেতেই পারে। সেটা স্বীকার করে নেওয়াটাই স্বাভাবিক। কিন্তু যারা ভুল স্বীকার না করে উল্টো বড়াই করতে থাকে, অন্যের কাছে সে বিরক্তিকর চরিত্র নিঃসন্দেহে।
হঠাৎ রেগে যাওয়া
হুটহাট রেগে যাওয়ার অভ্যাস আপনাকে বিরক্তিকর করে তুলবে অন্যের কাছে। পরিস্থিতি না বুঝে সবসময় রাগারাগি করলে অন্যরা কখন আপনাকে এড়িয়ে চলতে শুরু করেছে সেটা বুঝতেই পারবেন না!
আত্নমগ্ন থাকা
সবসময় যদি নিজেকে নিয়েই চিন্তা করতে থাকেন, তবে আপনি অন্যের কাছে বিরক্তিকর। সামাজিক না হওয়ার কারণে অনেকেই আপনাকে এড়িয়ে চলতে পারে।
সবসময় নেতিবাচক চিন্তা করা
সবকিছুতে নেতিবাচক মনোভাব থাকলে আপনি সঙ্গ হারাবেন বন্ধু ও পরিচিতদের।
একঘেয়ে জীবনযাপন
আপনার দৈনন্দিন জীবনে কোনও ধরনের বৈচিত্র্য নেই? তবে আপনি খুব শীঘ্রই অন্যের কাছে হয়ে উঠবেন বিরক্তিকর।