চলছে ‘বিবির পাবণ’

41716497_2359247577435421_8568442348017549312_oজনপ্রিয় ফ্যাশন হাউস পটের বিবি আয়োজিত বিশেষ প্রদর্শনি ‘বিবির পাবণ’ শুরু হলো আজ। দৃক গ্যালারিতে দুইদিনের এই আয়োজনে প্রদর্শিত হচ্ছে পটের বিবির নিজস্ব ডিজাইনের শাড়ি, ওড়না।

দুইদিনের এই প্রদর্শনী চলবে শনিবার রাত ৮টা পর্যন্ত। পটের বিবির এই আয়োজনে এবার যুক্ত হয়েছে আর্টোপলিস ও নৈঋতা। গয়না আর নানা রকম টিপ নিয়ে প্রদর্শনীর প্রথমদিনে আর্টোপলিস আর দ্বিতীয় দিনে থাকছে নৈর্ঋতা।

পটের বিবির কর্নধার ও মূল ডিজাইনার ফোয়ারা ফেরদৌস জানান, এবার বিবির পাবণের থিম নৌকা। বর্ষার শেষ ও শরৎ এর শুরু এবং দুর্গাপূজাকে সামনে রেখেই এই আয়োজন।

ফোয়ারা বলেন, এখানে প্রতিটি পণ্য দেশি, এবং নিজস্ব ডিজাইনে তৈরি। অনুকরণ সংস্কৃতিকে বরাবরই না বলে এসেছেন ফোয়ারা। বাংলাদেশের তাঁতের ও মসলিন শাড়িতেই ফুটিয়ে তুলেছেন নানা ডিজাইন।

মসলিন, সুতি, অ্যান্ডি, হ্যান্ডলুম ছাড়াও রয়েছে টাইডাই, স্ক্রিন ও ব্লকের নানারকম শাড়ি। শাড়িতে রয়েছে নানা চরিত্র। এরমধ্যে ফেলুদা, ফ্রিদা, পিংক ফ্লয়েডসহ নানা চরিত্র।

দুই দিনের এই আয়োজন সবার জন্য উন্মুক্ত।