ট্রে থেকে ঝটপট বরফ বের করবেন যেভাবে

ডিপ ফ্রিজ থেকে বরফের ট্রে তো বের করলেন, কিন্তু জমে থাকা বরফ বের করবেন কীভাবে? জেনে নিন বিড়ম্বনা ছাড়াই ট্রে থেকে ঝটপট বরফ বের করার উপায়।

aid58569-v4-728px-Remove-Ice-Cubes-From-a-Tray-Step-2

  • বরফ জমানোর সময় ট্রেতে অতিরিক্ত পানি দেবেন না। ট্রে যেন উপচে না পড়ে। অতিরিক্ত পানি দিলে বরফের উপরের অংশ একসঙ্গে লেগে থাকে। ফলে বের করতে পোহাতে হয় বিড়ম্বনা।
  • বরফের ট্রে ডিপ ফ্রিজ থেকে বের করে নিচের অংশ কলের পানির নিচে ধরুন। গরম পানি দেবেন না। তাহলে বের হওয়ার পাশাপাশি গলে যাবে বরফ। একটি গামলায় পানি নিয়ে সেখানে কয়েক সেকেন্ড রাখতে পারেন বরফের ট্রে।
  • বিপরীত দিক থেকে সামানয টুইস্ট করে বের করে ফেলুন বরফ।