লবণের ব্যতিক্রমী যত ব্যবহার

রান্নার পাশাপাশি আরও বিভিন্নভাবে কাজে লাগাতে পারেন লবণ। জেনে নিন কীভাবে।

জুতার দুর্গন্ধ দূর করে লবণ

  • গাঢ় রঙের তোয়ালে প্রথমবার ধোয়ার সময় পানিতে আধা কাপ লবণ মিশিয়ে নিন। রঙ ফ্যাকাশে হবে না।
  • সমপরিমাণ লবণ, ময়দা ও সাদা ভিনেগার মিশিয়ে পেস্ট তৈরি করুন। পেস্টটি মেটালের গয়নায় লাগিয়ে রাখুন। ১ ঘণ্টা পর পরিষ্কার করে ফেলুন। নতুনের মতোই ঝকঝকে হয়ে যাবে গয়না।
  • লবণমিশ্রিত পানিতে ১ ঘণ্টা ভিজিয়ে রাখুন মোম। ভালো করে শুকিয়ে তারপর ব্যবহার করুন। খুব ধীরে ক্ষয় হবে মোম।

মোম ডুবিয়ে রাখুন লবণ পানিতে, গলে পড়বে না

  • জুতার দুর্গন্ধ দূর করতে সামান্য লবণ দিন ভেতরে। কিছুক্ষণ রেখে কাপড় দিএয় মুছে পরিষ্কার করে ফেলুন।
  • শ্যাম্পুতে সামান্য লবণ মিশিয়ে ব্যবহার করতে পারেন। খুশকি ও মাথায় থাকা জীবাণু দূর হবে।
  • লোহার পাত্র পরিষ্কার না হলে লবণ ছিটিয়ে শুকনা কাপড় দিয়ে ঘষে মুছে নিন।
  • আধা কাপ পানিতে ১ চা চামচ লবণ ও ১ চা চামচ বেকিং সোডা মিশিয়ে ব্যবহার করে পারেন মাউথওয়াশ হিসেবে।
  • মগ থেকে চা কিংবা কফির দাগ দূর করতে চাইলে লবণ ও ভিনেগার মিশিয়ে পরিষ্কার করুন।
  • ফ্রিজ পরিষ্কার করার সময় কুসুম গরম পানিতে লবণ মিশিয়ে নরম কাপড় দিয়ে ঘষে নিন ভেতরের অংশ। দুর্গন্ধ দূর হবে ফ্রিজের।
  • জিন্স ধোয়ার সময় পানিতে এক কাপ লবণ মিশিয়ে নিন। জিন্সের রং ফ্যাকাসে হবে না।
  • কাঠের আসবাবে পানির সাদাটে দাগ পড়ে গেলে সামান্য লবণ ছিটিয়ে দিন। ভেজা স্পঞ্জ দিয়ে ঘষে উঠিয়ে ফেলুন।
  • পিঁপড়ার উপদ্রব থেকে বাঁচতে লবণ ছিটিয়ে দিতে পারেন।
  • আপেল স্লাইস করার পর বাদামি রঙ হয়ে যায়। স্লাইস করার সঙ্গে সঙ্গে লবণ পানিতে ডুবিয়ে নিন, বাদামি হবে না।

তথ্য: রিডার্স ডাইজেস্ট