লেবুর ভিন্ন ব্যবহার

গৃহস্থালি পরিচ্ছন্নতা থেকে শুরু করে রূপচর্চা পর্যন্ত সবখানেই ব্যবহার করতে পারেন অ্যাসিডিক ফল লেবু। জেনে নিন লেবুর ব্যতিক্রমী কয়েকটি ব্যবহার সম্পর্কে।

natural-cleaning-ingredients-6079-1024x683

  • কাটিং বোর্ড পরিষ্কার ও জীবাণুমুক্ত করতে অর্ধেকটা লেবু ঘষে নিন। আধা ঘণ্টা অপেক্ষা করে ধুয়ে ফেলুন।
  • রান্নাঘরে রাখা বয়াম কিংবা বাটি তেলতেলে হয়ে গেলে মোটা দানার লবণ ছিটিয়ে লেবু ঘষে নিন। দূর হবে তেলতেলে ভাব।
  • ফ্রিজের দুর্গন্ধ দূর করতে ফ্রিজ পরিষ্কার করার পর প্রতি তাকে লেবুর খোসা কুচি রেখে দিন।
  • স্টেইনলেস স্টিল পরিষ্কার করতে ব্যবহার করুন লেবু।
  • ঘামের দুর্গন্ধ দূর করতে ব্যবহার করতে পারেন লেবু। সমপরিমাণ লেবুর রস ও পানি একসঙ্গে মিশিয়ে শরীরের যেসব অংশ বেশি ঘামে সেসব অংশ ধুয়ে নিন।
  • ১ কাপ পানিতে একটি লেবুর রস মিশিয়ে ভিজিয়ে রাখুন নখ। হলদেটে ভাব দূর হবে নখের। 
  • চাল ফুটে ওঠার আগে ১ টেবিল চামচ লেবুর রস দিন হাঁড়িতে। ভাত ঝরঝরে হবে।
  • চিনির বয়ামে লেবুর খোসার টুকরা অথবা আস্ত লেবু রেখে দিলে জমাত বাধবে না চিনি।  
  • ঘরের আনাচে কানাচে লেবুর রস স্প্রে করলে দূর হবে পোকামাকড়।
  • আপেল স্লাইস করে সামান্য লেবুর রস ছিটিয়ে দিন। বাদামি হবে না।
  • পোশাক থেকে ঘামের হলদেটে দাগ দূর করতে সমপরিমাণ পানি ও লেবুর রসের মিশ্রণ দিয়ে ধুয়ে নিন।