বেসিনে ফেলবেন না যেসব জিনিস

না বুঝে বেসিনে এমন কিছু ফেলছেন না তো যেগুলো আপনার দীর্ঘ ভোগান্তির কারণ হতে পারে? কিছু জিনিস আছে যেগুলো বেসিনে কিংবা বাথরুমে ফেললে পাইপ আটকে যায়। ফলে বন্ধ হয়ে যায় পানি নির্গমন পথ। জেনে নিন কোন জিনিসগুলো ভুলেও ফেলবেন না বেসিনে।  

চুল ফেলবেন না বেসিনে

  • অনেকে ডিমের খোসা গুঁড়া করে ফেলে দেন বেসিনে কিংবা বাথরুমে। এটি একেবারেই অনুচিত। ডিমের খোসা ছোট টুকরা করে ফেললেও পাইপে আটকে যেতে পারে।
  • ভাত বা পাস্তা ধরনের কিছু ফেলবেন না বেসিনে।
  • ময়দা বা আটা ফেলা যাবে না বেসিনে। ভাবতে পারেন যে পানি দিলেই এগুলো চলে যাবে। তবে পানির সংস্পর্শে উল্টো আঠালো হয়ে জেঁকে বসে ময়দা।

ডিমের খোসা ফেলবেন না

  • অনেকে মনে করেন ওষুধ পানিতে গলে যাবে। ফলে বেসিনে ফেলে দেন ওষুধ। এটি ঠিক নয়। ওষুধ পাইপে জমে পানি আটকে ফেলে।
  • গোসলের পর দেখবেন বাথরুমের নেটের উপর চুল পড়ে আছে। পাইপ আটকে যাওয়ার অন্যতম কারণ এই চুল। বেসিন কিংবা বাথরুমের নেটে যেন চুল আটকে না যায় সেদিকে লক্ষ রাখা জরুরি।
  • ফলে থাকা স্টিকার যেন বেসিনের পাইপে চলে না যায়। পাইপ পর্যন্ত পৌঁছে গেলে আঠালো হয়ে আটকে থাকে এ ধরনের স্টিকার।

তথ্য: ব্রাইট সাইড