শুষ্ক চুলের জন্য ২ হেয়ার প্যাক

শীত আসি আসি করছে। রুক্ষতার ছোঁয়া লেগেছে ত্বকের পাশাপাশি চুলেও। রুক্ষ ও শুষ্ক চুলের জন্য এসময় চাই খানিকটা বাড়তি যত্ন। অলিভ অয়েলের দুটি হেয়ার প্যাক নিয়মিত ব্যবহার করতে পারেন পুরো শীতকাল জুড়েই। চুলের রুক্ষতা দূর হওয়ার পাশাপাশি বন্ধ হবে চুল পড়া।

aid1391057-v4-728px-Make-an-Olive-Oil-Hair-Mask-Step-3-Version-5
অলিভ অয়েল ও মধু
৩ টেবিল চামচ  অলিভ অয়েলের সঙ্গে ১ টেবিল চামচ মধু মেশান। ১টি ভিটামিন ই ক্যাপসুলের তেল মিশিয়ে নিন। অবশ্যই পরিষ্কার চুলে ব্যবহার করতে হবে মিশ্রণটি। শ্যাম্পু দিয়ে চুল পরিষ্কার ক্রএ শুকিয়ে নিন। কয়েকভাগে ভাগ করে ফেলুন পুরো চুল। আঙুলের সাহায্যে ঘষে ঘষে লাগান তেলের মিশ্রণ। আগা থেকে গোড়া পর্যন্ত লাগানো হলে শাওয়ার ক্যাপ পরে নিন। দেড় ঘণ্টা পর চুল ধুয়ে ফেলুন ভেষজ শ্যাম্পু দিয়ে।
অলিভ অয়েল, কলা ও লেবু
একটি পাকা কলা চটকে ১ টেবিল চামচ লেবুর রস মেশান। ১ টেবিল চামচ অলিভ অয়েল মিশিয়ে নিন। মিশ্রণটি ব্লেন্ড করে পেস্ট তৈরি করুন। ব্রাশের সাহায্যে চুলে লাগান হেয়ার প্যাকটি। আধা ঘণ্টা অপেক্ষা করে মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন।

তথ্য: গ্লোপিঙ্ক