খুশকি দূর করে অ্যালোভেরা

শীত আসলেই বাড়ে খুশকির প্রকোপ। পাশাপাশি চুল ভেঙে যাওয়া, চুল পড়ে যাওয়া ও রুক্ষতা বেড়ে যাওয়ার সমস্যা তো রয়েছেই। অ্যালোভেরার কয়েকটি হেয়ার প্যাক আপনাকে দূরে রাখতে পারবে এসব সমস্যা থেকে।

apply-the-mixture-on-scalp-1-600x400
চুলের বৃদ্ধি বাড়াতে
অ্যালোভেরা জেলে থাকা প্রোটেওলাইটিক এনজাইম চুলের বৃদ্ধি বাড়াতে সাহায্য করে। ১ কাপ অ্যালোভেরা জেলের সঙ্গে ১ টেবিল চামচ মেথি গুঁড়া ও ২ টেবিল চামচ ক্যাস্টর অয়েল মেশান। মিশ্রণটি ফেটিয়ে পেস্ট তৈরি করুন। চুল ভাগ করে আগা থেকে গোড়া পরজন লাগান হেয়ার প্যাকটি। শাওয়ার ক্যাপ পরে উপরে তোয়ালে জড়িয়ে নিন। সারারাত এভাবে রেখে পরদিন ভেষজ শ্যাম্পু দিএয় চুল ধুয়ে নিন। কন্ডিশনার ব্যবহার করতে ভুলবেন না। সপ্তাহে দুইবার ব্যবহার করুন এই হেয়ার প্যাক।
চুলের রুক্ষতা দূর করতে
২ টেবিল চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে ১ টেবিল চামচ নারকেল তেল ও ২ টেবিল চামচ মধু মেশান। মিশ্রণটি সম্পূর্ণ চুলে লাগিয়ে রাখুন ৩৫ মিনিট। ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে। সপাথে দুইবার ব্যবহার করলে দূর হবে চুলের রুক্ষতা।
উজ্জ্বল চুলের জন্য
২ টেবিল চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে ১ টেবিল চামচ মধু, ২ টেবিল চামচ অলিভ অয়েল ও ২ টেবিল চামচ টক দই মেশান। হেয়ার প্যাকটি চুলের আগা থেকে গোড়া পর্যন্ত লাগিয়ে অপেক্ষা করুন আধা ঘণ্টা। ধুয়ে ফেলুন মাইল্ড শ্যাম্পু দিয়ে।  
খুশকি দূর করার জন্য
২ টেবিল চামচ অ্যালোভেরা জেল, ১ টেবিল চামচ আপেল সিডার ভিনেগার ও ১ টেবিল চামচ মধু মিশিয়ে নিন। মিশ্রণটি চুলের আগা থেকে গোড়া পর্যন্ত লাগিয়ে রাখুন। ৩০ মিনিট পর ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে।
কন্ডিশনার হিসেবে
আধা কাপ অ্যালোভেরা জেলের সঙ্গে একটি আস্ত ডিম মিশিয়ে ফেটিয়ে নিন। গোসলের ২০ মিনিট আগে মিশ্রণটি লাগান চুলে। পানি দিয়ে ধুয়ে শ্যাম্পু ব্যবহার করুন।
চুল পড়া বন্ধ করতে
২ টেবিল চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে ১ টেবিল চামচ লেবুর রস মিশিয়ে চুলের গোড়ায় ঘষে ঘষে লাগান। ২০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে।

তথ্য: ফ্যাব হাউ