তোয়ালেতে দুর্গন্ধ?

তোয়ালে অনেকক্ষণ ভেজা থাকলে ভ্যাপসা এক ধরনের গন্ধ হয়ে যায়। এই দুর্গন্ধ থেকে মুক্তি পেতে চাইলে লক্ষ রাখা চাই যেন বেশিক্ষণ ভেজা না থাকে তোয়ালে। বাথরুমেও রাখবেন না তোয়ালে। সবসময় স্যাঁতসেঁতে থাকে বলে বাথরুমে তোয়ালে রাখলে ভিজে যায় ও দুগন্ধ হয়। তোয়ালে পরিষ্কার করে কড়া রোদে কিংবা ওয়াশিং মেশিনে শুকিয়ে নিন। তোয়ালেতে দুর্গন্ধ হয়ে গেলে কীভাবে পরিষ্কার করবেন জেনে নিন।

use-vinegar-baking-soda-fluff-up-worn-out-bath-towels.w1456

  • গরম পানিতে সাদা ভিনেগার মিশিয়ে পরিষ্কার করুন তোয়ালে। ডিটারজেন্ট না দিলেও দুর্গন্ধ দূর হয়ে যাবে।
  • ভালো করে পরিষ্কার করতে চাইলে গরম পানিতে সামান্য ডিটারজেন্ট ও বেকিং সোডা মিশিয়ে কিছুক্ষণ ডুবিয়ে রাখুন তোয়ালে।
  • ওয়াশিং মেশিনে পরিষ্কার করতে চাইলে প্রথম সাইকেলে বেকিং সোডা ও গরম পানি দিয়ে পরিষ্কার করুন। পরের সাইকেলে ১ কাপ ভিনেগার মিশিয়ে দিন। দূর হবে দুর্গন্ধ।
  • ভেজা তোয়ালে রোদে শুকিয়ে ভাঁজ করে রেখে দিন ড্রয়ারে। ড্রয়ারে ন্যাপথালিন রাখতে পারেন।

তথ্য: টাইমস অব ইন্ডিয়া