লবঙ্গ খাবেন কেন?

অনেকে খাওয়ার পর মুখে ফেলে দেন লবঙ্গ। বাইরে বের হওয়ার সময় লবঙ্গ সঙ্গে রাখতেও ভুল করেন না কেউ কেউ। নিঃশ্বাস তরতাজা করে এই উপাদান। একটি বা দুটি লবঙ্গ মুখে রাখলে পেতে পারেন আরও অনেক উপকার।

লবঙ্গ

  • সর্দি-কাশিতে আরাম পেতে মুখে রাখতে পারেন লবঙ্গ। খুসখুসে কাশি ও নাকবন্ধ ভাব দূর করতে কার্যকর এটি।
  • লবঙ্গ খেলে নিঃশ্বাসের বাজে দুর্গন্ধ দূর হয়।
  • দাঁতের ব্যথায় লবঙ্গ চিবিয়ে খেলে উপকার মেলে অনেক সময়। তবে দাঁতে ব্যথা হলে অবহেলা না করে ডাক্তার দেখাতে হবে অবশ্যই।
  • গরম পানিতে ১০ ফোঁটা লবঙ্গ তেল ও মধু মিশিয়ে খেতে পারেন। ভাইরাল জ্বরে আরাম মিলবে।
  • লবঙ্গ মুখে রাখলে বা পানির সঙ্গে কয়েক ফোঁটা লবঙ্গ তেল মিশিয়ে খেলে বমি ভাব দূর হয়।

তথ্য: নিউজ এইটিন