যেসব কারণে কমছে আপনার ফোনের আয়ু

অনেক কারণে প্রিয় মুঠোফোনটি হারিয়ে ফেলতে পারে এর সৌন্দর্য ও আয়ু। জেনে নিন কোন কারণে দ্রুত নষ্ট হয়ে যেতে পারে শখের মোবাইল ফোনটি। 

6986510-69087960-15-0-1539889065-1539889169-1500-1-1539889169-728-068c17850a-1540557549

 

  • এমন কোথাও মুঠোফোনটি রাখছেন না তো যেখানে সরাসরি পড়ে রোদ? জানালার পাশে কিংবা রোদ পড়ে এমন কোথাও দীর্ঘক্ষণ রাখার ফলে ফোন অতিরিক্ত গরম হয়ে যায়। এতে দ্রুত নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে শখের ফোনটির।
  • অজানা অথবা নির্ভরযোগ্য নয় এমন  সোর্স থেকে আপস ডাউনলোড করবেন না। এতে আপনার ফোন ঢুকে যেতে পারে ভাইরাস।
  • ফোনের বাইরের অংশ তো ঝকঝকে পরিষ্কার, ভেতরটা ঠিক মতো পরিষ্কার করছেন তো? ভেতরে ঢুকে পড়া ময়লা ও ধুলা আয়ু কমিয়ে দিতে পারে ফোনের। নিজে পরিষ্কার করতে না পারলে নির্দিষ্ট সময় পর পর দোকানে নিয়ে পরিষ্কার করুন ফোনের ভেতরের অংশ।
  • কভার ছাড়া ব্যাগে রাখবেন না মোবাইল।
  • ব্যাটারি বদল করা যায় এমন ফোনের আসল ব্যাটারি বদলে সস্তা কোনও ব্যাটারি লাগাবেন না। এটি ভেতর থেকে নষ্ট করে ফেলবে ফোন।
  • অন্য ফোনের চার্জার দিয়ে ফোন চার্জ না দেওয়াই ভালো।
  • প্যান্টের পেছনের পকেটে ফোন রাখবেন না।

তথ্য: ব্রাইট সাইড