১৫ দিনেই বাড়তে শুরু করবে চুল!

চুল বাড়ছে না? ক্যাস্টর অয়েলের এই হেয়ার প্যাকটি ব্যবহার শুরু করুন। চুল কেবল বাড়বেই না, উজ্জ্বল ও ঝলমলে হবে। চুলের যত্নে জেনে নিন আরও কিছু প্রয়োজনীয় টিপস।

12521-foods-that-help-your-hair-0 যেভাবে তৈরি ও ব্যবহার করবেন হেয়ার প্যাক
৩ চা চামচ নারকেল তেল গরম করুন। সরাসরি চুলায় গরম করবেন না। একটি বড় পাত্রের গরম পানির মধ্যে বাটিতে নারকেল নিয়ে বসিয়ে দিন। গরম হয়ে যাবে ধীরে ধীরে। এক টুকরা আদা থেকে রস সংগ্রহ করে মেশান গরম নারকেল তেলের সঙ্গে। ১ চা চামচ ক্যাস্টর অয়েল মেশান। ৩ উপকরণ ভালো করে মেশান। মিশ্রণটি চুলের গোড়ায় ম্যাসাজ করুন। আগা থেকে গোড়া পর্যন্ত লাগাতে হবে হেয়ার প্যাকটি। সব চুল একসঙ্গে বেঁধে রাখুন। অপেক্ষা করুন ২ ঘণ্টা। মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে কন্ডিশনার ব্যবহার করুন।
আরও কিছু টিপস

  • সমপরিমাণ সরিষা ও মেথি ভিজিয়ে রাখুন সারারাত। পরদিন একসঙ্গে বেটে চুলের গোড়ায় লাগান। সপ্তাহে দুইবার ব্যবহার করুন। ১ মাসের মধ্যেই দূর হবে খুশকি।
  • চুল ঘন করতে চাইলে ডিমের সাদা অংশ ফেটিয়ে অলিভ অয়েল মিশিয়ে লাগান চুলের গোড়ায়।  
  • চুল সিল্কি করতে চাইলে অলিভ অয়েলের সঙ্গে ক্যাস্টর অয়েল মিশিয়ে ব্যবহার করুন চুলে।
  • চুলের আগা ফেটে যাওয়ার সমস্যায় ভুগলে ক্যাস্টর অয়েলের সঙ্গে ভিটামিন ই তেল মিশিয়ে চুলের আগায় লাগান।
  • চুলের রুক্ষতা দূর করতে চাইলে অ্যালোভেরা জেল লাগান চুলে।
  • মধু ও টক দই মিশিয়ে চুলে লাগান। ঝলমলে হবে চুল।