ত্বক উজ্জ্বল করে কফির প্যাক

বিবর্ণতা দূর করে ত্বক উজ্জ্বল ও সুন্দর করতে ব্যবহার করতে পারেন কফির ফেসপ্যাক। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বক টানটান করে। জেনে নিন কফির ৩ ফেসপ্যাকের ব্যবহার। 

homemade-coffee-scrubs-for-your-skin-600x400

কফি ও নারকেল তেল
একটি বাটিতে ২ টেবিল চামচ গুঁড়া কফি নিন। ২ টেবিল চামচ নারকেল তেল মেশান। মিশ্রণটি ত্বকে কিছুক্ষণ লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।
টক দই ও কফি
১ টেবিল চামচ কফি পাউডারের সঙ্গে ১ চা চামচ টক দই মেশান। ভালো করে নেড়ে মিহি পেস্ট তৈরি করুন। ত্বকে লাগিয়ে রাখুন না শুকানো পর্যন্ত। শুকিয়ে গেলে ঠাণ্ডা পানির ঝাপটায় ধুয়ে ফেলুন।

homemade-yogurt-and-coffee-face-scrub-600x400
নারকেলের দুধ ও কফি
পরিমাণ মতো কফি ও নারকেলের দুধ মিশিয়ে পেস্ট তৈরি করুন। পরিষ্কার ত্বকে মিশ্রণটি লাগান। ভেজা আঙুল দিয়ে চক্রাকারে ম্যাসাজ করুন। আধা ঘণ্টা অপেক্ষা করে ধুয়ে ফেলুন।

add-coconut-milk-for-coffee-face-scrub-600x400

জেনে নিন

  • মরা চামড়া ও ব্ল্যাকহেডস দূর করতে চাইলে কফি, চিনি ও নারকেল তেল মিশিয়ে স্ক্রাব তৈরি করে নিতে পারেন।
  • ফেসপ্যাক ত্বকে ব্যবহারের আগে নিশ্চিত হয়ে নিন কোনও উপাদানে আপনার অ্যালার্জি আছে কিনা।
  • সপ্তাহে একবার কিংবা দুইবার ব্যবহার করতে পারেন কফির ফেসপ্যাক।

তথ্য: টপ টেন রেমেডিস