রূপচর্চায় ভাতের মাড় ব্যবহার করবেন কেন?

ভাতের মাড় ফেলে না দিয়ে কাজে লাগাতে পারেন রূপচর্চায়। ত্বক উজ্জ্বল করার পাশাপাশি এটি দূর করে বলিরেখা। ঝলমলে চুলের জন্যও কার্যকর ভাতের মাড়।

18-14-50-rice-water

  • তুলার টুকরা ভাতের মাড়ে ডুবিয়ে ব্রণের উপর লাগান। ব্রণ কমে যাবে।
  • ত্বকের রোদে পোড়া দাগ দূর করতে পারে ভাতের মাড়।
  • ১ চা চামচ বেসনের সঙ্গে ১ চা চামচ মধু ও আধা চা চামচ হলুদ গুঁড়া মেশান। পরিমাণ মতো ভাতের মাড় দিয়ে তৈরি করুন পেস্ট। ফেসপ্যাকটি ত্বকে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। ত্বক হবে মসৃণ ও উজ্জ্বল।
  • প্রাকৃতিক টোনার হিসেবে ব্যবহার করতে পারেন ভাতের মাড়। পরিমাণ মতো পানি মিশিয়ে স্প্রে বোতলে নিয়ে স্প্রে করুন ত্বকে। অতিরিক্ত তেলতেলে ভাব দূর হবে।
  • ত্বককে ভেতর থেকে ঠাণ্ডা রাখতে পারে ভাতের মাড়।
  • মাড়ের সঙ্গে পানি মিশিয়ে চুল ধুয়ে ফেলুন। ২০ মিনিট অপেক্ষা করে ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন। চুল হলে ঝলমলে।
  • সমপরিমাণ কাঁচা দুধ ও ভাতের মাড় একসঙ্গে মিশিয়ে তুলা ভিজিয়ে নিন। ত্বকে ঘষুন। দূর হবে ময়লা।
  • বলিরেখা ও ডার্ক সার্কেল দূর করতে ভাতের মাড়ে তুলা ভিজিয়ে ত্বকে লাগান।  

তথ্য: দ্য ইন্ডিয়ান স্পট