খুশকি দূর করে কলার হেয়ার প্যাক

শীতে চুল রুক্ষ হয়ে যাওয়ার পাশাপাশি বেড়ে যায় খুশকির প্রকোপ। কলার হেয়ার প্যাক ব্যবহার করতে পারেন সপ্তাহে একদিন। এটি খুশকি দূর করার পাশাপাশি চুল করবে মসৃণ ও ঝলমলে।  

spotty-ripe-banana-with-mashed-flesh-fork_c6b14c06-b0d7-11e7-839f-5e4b0d653fbd
যেভাবে তৈরি করবেন হেয়ার প্যাক
একটি পাকা ছোট ছোট টুকরা করে কেটে ভালো করে চটকে নিন। ১ টেবিল চামচ এক্সট্রা ভার্জিন নারকেল তেলে মেশান। ১ টেবিল চামচ অলিভ অয়েল মেশান। ১ টেবিল চামচ মধু ও আধা টেবিল চামচ লেবুর রস মিশিয়ে নেড়ে নিন। মিশ্রণে যেন দলা না থাকে সেদিকে লক্ষ রাখবেন।
যেভাবে ব্যবহার করবেন

  • চিরুনি দিয়ে আঁচড়ে নিন চুল।
  • চুল কয়েকভাবে ভাগ করে ব্রাশের সাহায্যে লাগান হেয়ার প্যাকটি।
  • চুলের আগা থেকে গোড়া পর্যন্ত লাগানো হলে শাওয়ার ক্যাপ পরে নিন।
  • ৩০ মিনিট অপেক্ষা করে ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
  • প্রতি সপ্তাহে একবার ব্যবহার করুন কলার হেয়ার প্যাক।

কলার হেয়ার প্যাক ব্যবহার করবেন কেন?

  • খুশকি দূর করে।
  • চুলের বৃদ্ধি দ্রুত করে।
  • চুল পড়া কমায়।
  • চুল ঝলমলে করে।
  • চুলের আগা ফাটা রোধ করে।  

তথ্য: বোল্ডস্কাই