দীপিকার বিয়ের ওড়নায় আশীর্বাদের মন্ত্র!

deepহয়ে গেল বলিউডের বহুল আকাঙ্ক্ষিত বিয়ে। গাঁটছড়া বাধলেন দীপিকা পাডুকোন ও রনবীর সিং। বিয়ের জাঁকালো আয়োজন, তারকাদের পোশাক, নবদম্পতির নানা আচার নিয়ে জমজমাট এখন বিনোদন জগত। সবকিছু ছাপিয়ে ফ্যাশন ফটোগ্রাফারদের চোখে পড়লো ওড়নায় লেখা আশীর্বাদ মন্ত্র।

বিশ্বখ্যাত ডিজাইনার সব্যসাচী মুখার্জির ডিজাইন করা লাল লেহেঙ্গার সঙ্গে যে ওড়নাটি ছিল, তার লেসের পাড়ের পাশেই সোনালী সুতা দিয়ে নকশা করে লেখা হয়েছে বেদ মন্ত্র ‘সদা সৌভাগ্যবতী ভব’। এর অর্থ সব সময় সৌভাগ্যবতী হও।

দীপিকার বিয়ের সব কয়টি পোশাকই তৈরি করেছেন সব্যসাচী মুখার্জি। দীপিকা কেনও সবগুলো পোশাক একই ডিজাইনারের নিলেন সে প্রসঙ্গে  যখন দীপিকা কেবল উঠতি মডেল ছিলেন সেই সময় টাকা জমাতেন একদিন সব্যসাচির ডিজাইনের একটি শাড়ি কিনবেন। অতীতের আকাঙ্ক্ষা ও ভালোলাগাকে বিয়েতেও গুরুত্ব দিলেন তিনি।

উত্তর ও দক্ষিণ ভারতের দুই রীতিতে বিয়ে হয়েছে দীপিকা ও রণবীর সিংয়ের। এর মধ্যে সিন্ধি রীতির আয়োজনে দীপিকা এই ওড়না পরেন যাতে সব সময় সুখী থাকার মন্ত্র অ্যামব্রয়ডারি করে দিয়েছেন ডিজাইনার সব্যসাচী।  deepika-ranveer-7591