গরম হয়নি গরম কাপড়ের বাজার

গ্রাম বাংলায় দূর্বাঘাসে শিশির বিন্দু, সন্ধ্যা থেকে সকাল শীতের উপস্থিতি জানান দিয়েছে এরমধ্যেই। ঢাকার জীবনে শীত এখনও জাঁকিয়ে না বসলেও ভোরের কুয়াশার সঙ্গে হালকা শীত মনে করিয়ে দিচ্ছে শীত ঋতু আসছে।

IMG_20181208_120630

শীতের আগমনের সঙ্গে সঙ্গে ব্যস্ততা শুরু হয়েছে গরম কাপড়ের ব্যবসায়। রাজধানীর গুলিস্তান, পল্টন, বায়তুল মোকাররম, সদরঘাট, নিউমার্কেট, ফার্মগেট ঘুরে দেখা যায় পাইকারি বাজারে শীতের দোলা লাগলেও খুচরা বাজারে নেই ক্রেতার ভিড়।

ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, অন্য বছরের তুলনায় এবছর ঢাকাতে শীত পড়তে দেরি হওয়া ও আসন্ন জাতীয় নির্বাচনের কারণে গরম হচ্ছে না গরম কাপড়ের বাজার। তারপরও নানা রঙ ও ঢঙের পোশাকের পসরা সাজিয়েছে দোকানগুলো।

IMG_20181208_122835

নিউমার্কেটের ‘ক্যাপ্টেন কালেকশন’-এর মালিক জাহাঙ্গীর বলেন, ‘আমাদের অবস্থা খুব খারাপ। গতবছরের তুলনায় ব্যবসা এবার খুবই কম। শীত পড়তে দেরি হচ্ছে, মানুষ কমে আসছে। ডিসেম্বরের শেষে শীত পড়লে ব্যবসা হবে আশা করছি।’

নিউমার্কেটের পাইকারি বিক্রেতা প্রতিষ্ঠান ‘কৃষ্ণচূড়া’-এর  ম্যানেজার রবিন বলেন, ‘এবছর পাইকারি সেল মোটামুটি। তবে গত বছরের মতো হচ্ছে না। নির্বাচনের কারণে দেশের বিভিন্ন জায়গা থেকে প্রতিবছরের মতো খুচরা ব্যবসায়ীরা ঢাকায় আসছে না।’

বায়তুল মোকারমের ‘সুপার রমনা ফ্যাশন’-এর মা‌লিক তু‌হিন আহ‌মেদ ব‌লেন, ‘কাপড় এনে দোকান ভরে রাখ‌ছি, কিন্তু  বিক্রি কর‌তে পা‌রছি না। গত বছ‌রের চে‌য়ে চার ভা‌গের এক ভাগ ব্যবসাও এবার নেই। সাম‌নে আবহাওয়ার প‌রিবর্তন হ‌লে আর রাজনী‌তির পরিস্থিতি ভালো থাকলে ব্যবসা ভা‌লো হ‌তে পা‌রে।’

IMG_20181208_143721
মোহাম্মাপুর থেকে নিউমার্কেটে গরম কাপড়ের দোকানে আসা হামিদুর রহমান বলেন, ‘এখনও শীত পড়েনি। গরম কাপড় কেনার ব্যস্ততা নেই। শার্ট কিনতে এসেছিলাম সেইফাঁকে কেমন কী গরম কাপড় এসেছে দেখে যাচ্ছি।’

বসুন্ধরা সিটি কমপ্লেক্সের  ক্যাটস আই, আড়ং, ইনফিনিটি, মেনজ ক্লাব, ইয়োলোসহ অন্যান্য অভিজাত দোকানগুলোর গরম কাপড়েও লাগেনি ক্রেতার হাওয়া। 

'ইনফিনিটি'-এর সহকারী ম্যানেজার শোভন বলেন, ‘গত বছরের তুলনায় বিক্রি কম। ক্রেতার চাহিদা অনুযায়ী আমরা লেদার জ্যাকেট, ক্যাজুয়াল ব্লেজার, নিট জ্যাকেট, সোয়াটার বাজারে এনেছি। কিন্তু ঢাকাতে শীত আসতে দেরি হচ্ছে, ফলে বিক্রি কম হচ্ছে।’
তবে স্বাভাবিক আছে ফুটপাতের দোকানগুলোর বেচাকেনা। কমমূল্য হওয়াতে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণীর আগ্রহ আছে ফুটপথের দোকানগুলোতে। তবে রাজনৈতিক পরিস্থিতি ও হকার উচ্ছেদ অভিজান নিয়ে চিন্তিত ফুটপাতের দোকানিরা।

সদরঘাটের মহাসিন মিয়া বলেন, ‘বেচাকেনা ভালো হচ্ছে। ঢাকার পাশাপাশি ঢাকার বাইরে থেকে আসা মানুষরা কেনাকাটা করছে। হরতাল না হলেই এবার ভালো মুনাফা করতে পারবো।’

ফার্মগেটের ফুটপাতে বসা দিদার বলেন, ‘শীত আসতে দেরি হলেও মানুষ আসছে, দেখছে, কিনছে। আমাদের সমস্যা শীত আসলেই হকার উচ্ছেদ শুরু হয়। এবার উঠিয়ে না দিলে ব্যবসা হবে।’