কখন বুঝবেন আপনি নতুন সম্পর্কের জন্য প্রস্তুত

একটি সম্পর্ক ভেঙে যাওয়া নিঃসন্দেহে হতাশার। দীর্ঘদিনের স্মৃতি যেমন কষ্ট দেয়, তেমনি কাছের মানুষটির দূরে চলে যাওয়ার ব্যাপারটা মেনে নিতেও প্রতিনিয়ত যুদ্ধ করতে হয় নিজের সঙ্গে। তবে হতাশ হয়ে নতুন কোনও সম্পর্কে জড়িয়ে পড়বেন না। মনে রাখবেন, পুরনো সম্পর্কের কষ্ট ভুলতে নতুন সম্পর্কে জড়ানো মানে আরেকজনের সঙ্গে অন্যায় করা। এ ধরনের সম্পর্ক কষ্ট দেবে আপনাকেও। ব্রেকআপের পর সবচেয়ে জরুরি হচ্ছে নিজেকে নিজের সময় দেওয়া। সময়ের সঙ্গে সঙ্গে মুছে যাবে সকল ক্ষত। অবশ্যই নতুন সম্পর্ক নিয়ে ভাববেন, কিন্তু যখন বুঝবেন যে আপনি তৈরি ঠিক তখনই। জেনে নিন কীভাবে বুঝবেন নতুন সম্পর্কে জড়ানোর জন্য আপনি প্রস্তুত হয়েছেন কিনা।

31
অতীত নিয়ে আপনি আর ভীত নন
প্রাক্তনের সঙ্গে দেখা হয়ে যাওয়ার ভয় আপনাকে আর কাবু করছে না। প্রাক্তন সঙ্গীর প্রতি মাত্রাতিরিক্ত রাগ, অভিমান কোনও কিছুই আর নেই। যদি অনুভব করেন আপনি ঠিক এমন অবস্থায় আছে, তাহলে বুঝবেন সামনে এগিয়ে যাওয়ার জন্য আপনি পুরোপুরি তৈরি।
একাকীত্ব নিয়ে শঙ্কিত নন
নিজের সঙ্গ নিজে খুব উপভোগ করছেন? কেউ জীবনে এসে আপনার একাকীত্ব দূর করবে- এমন আশা একেবারেই করছেন না? হ্যাঁ, আপনি তবে প্রস্তুত নতুন কাউকে জীবনে নিয়ে আসার জন্য!
আপনার নিজের বন্ধু সার্কেল রয়েছে
আপনার খুব কাছের কিছু বন্ধু রয়েছে, আপনি তাদের সাথে আনন্দিত সময় কাটাচ্ছেন। কিংবা নিজের শখ পূরণে আপনি সদা ব্যস্ত রয়েছেন। যদি এমনটা হয় তবে বুঝবেন জীবন নিয়ে আপনি বেশ থিতু হয়েছেন, এখন নতুন সম্পর্কের কথা ভাবতেই পারেন।
অন্য কোনও সুখী দম্পতি আপনাকে কষ্ট দিচ্ছে না
কোনও সুখী দম্পতির সম্পর্কের মাধুর্য আপনি উপভোগ করছেন, আগের মতো রাগ ও অভিমান জেঁকে ধরছে না। আপনি তবে প্রস্তুত নতুন একটি সম্পর্ক শুরু করার জন্য।

তথ্য: ব্রাইট সাইড