স্বর্ণ ও পাথরের গয়না পরিষ্কার করে রিঠা

ব্যবহার করতে করতে স্বর্ণের গয়না বিবর্ণ হয়ে যায়। পাথরের গয়নার ফাঁকে ফাঁকে জমে ময়লা। নিত্য ব্যবহার্য এসব গয়না পরিষ্কার করতে কিন্তু দোকানে দেওয়ার প্রয়োজন নেই। রিঠা দিয়ে খুব সহজে বাসায়ই পরিষ্কার করতে পারেন স্বর্ণ ও পাথরের গয়না। পাশাপাশি পেস্ট কিংবা শ্যাম্পু দিয়েও পরিষ্কার করা যায় গয়না। জেনে নিন কীভাবে।

maxresdefault

  • গরম পানি একটি বাটিতে নিয়ে গয়না ভিজিয়ে রাখুন ৫ মিনিট। রিঠা পানিতে ভিজিয়ে ব্রাশ দিয়ে ঘষুন। ফেনা উঠে গেলে ফেনাসহ ব্রাশ দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করুন গয়না। ভেতর ও বাইরের দিক পরিষ্কার করবেন ভালো করে। কয়েক মিনিটের মধ্যেই ঝকঝকে হয়ে যাবে গয়না।   
  •  ব্রাশে পেস্ট লাগিয়ে বার কয়েক ঘষে নিন গয়না। দূর হবে বিবর্ণ ভাব।
  • মাইল্ড শ্যাম্পু কিংবা লিকুইড বডি সোপ ব্রাশে লাগিয়ে পরিষ্কার করতে পারেন দুল, আংটি কিংবা চেইন।

তথ্য ও ছবি: রাবিয়া’স হাউজ