হাত পুড়ে গেছে?

running-burn-under-cold-water-helpful-burn-remedyরান্না করতে গেলে হাত পোড়ার মতো ঘটনা ঘটেই। এটাই স্বাভাবিক। রান্নাঘরে ভীষণ সতর্ক থাকতে হয়। তবে হুট করে একটু হালকা পাতলা পুড়ে গেলে একেবারেই কিছু করার থাকে না। তবে ছোটখাটো এই সমস্যার সমাধান আপনার ঘরেই রয়েছে। রান্নাঘরে থাকা টুকিটাকি দিয়ে সারিয়ে ফেলতে পারেন পোড়া ত্বক।

ঠান্ডা পানি

পোড়া স্থানটি সাথে সাথে কয়েক মিনিট ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখুন। এছাড়া ঠান্ডা পানির সেঁক দিতে পারেন পোড়া স্থানে। এটি কয়েক ঘণ্টা পর পর করুন। বরফ ব্যবহার করবেন না, এটি রক্ত প্রবাহে বাঁধা সৃষ্টি করে এতে সংবেদনশীল টিস্যুর ক্ষতি হতে পারে।

নারকেল তেল এবং লেবুর রস

এক চা চামচ নারকেল তেলের সাথে লেবুর রস মিশিয়ে নিন। এবার এটি পোড়া দাগের স্থানে লাগান। নারকেল তেলে ভিটামিন ই এবং ফ্যাটি এসিড, লরিক এসিড, আছে যা অ্যান্টি ব্যাক্টেরিয়াল এবং অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্টের উপাদান।

দুধ

দুধে থাকা প্রোটিন এবং ফ্যাট পোড়া অংশের জ্বালাপোড়া কমিয়ে দেয়। পোড়া স্থানটি ১৫ মিনিট ঠান্ডা দুধে ভিজিয়ে রাখুন।

টি ব্যাগ

ঠান্ডা পানিতে ২-৩টি টি ব্যাগ ভিজিয়ে নিন। এবার এই ঠান্ডা পানিটি পোড়া স্থানে লাগান।