ভোটাররা জেনে নিন

VOTING-630x420একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র ৪৮ ঘণ্টা বাকি। সব প্রস্তুতি শেষ। এখন বাকি শুধু ভোটারের ভোট দেওয়া। ভোট দিতে হলে কী কী করতে হবে সেটি জেনে নিন ভোটার হিসেবে।

১) ভোটার স্লিপ নিয়ে যেতে হবে, ওয়ার্ড কমিশনার অফিস থেকে আপনার বাড়িতে ভোটার স্লিপ পৌঁছে দিবে। যদি না পান তবে ওয়ার্ড কমিশনার অফিস, স্থানীয় চেয়ারম্যান কার্যালয় কিংবা ইউনিয়ন পরিষদে খোঁজ নিন ভোটার স্লিপের জন্য।

২) ভোট দিতে ভোটার আইডি কার্ড লাগে না সাধারণত। তবে ইভিএম ভোট দিলে স্মার্টকার্ড স্ক্যান করে দ্রুত ভোট দেওয়া যায় নতুবা আঙুলের ছাপ দিয়েও ভোট দেওয়া যাবে।

৩) ভোট কেন্দ্রে মোবাইল বহন নিষেধ। কোনওরকম ছবি তোলা যাবে না ভোটকেন্দ্রে। মোবাইল নিয়ে গেলেও সেটি বন্ধ রাখতে হবে।

৪) বড় ব্যাগ না নিয়ে যাওয়াই ভালো। চেকিংয়ে অসুবিধা সৃষ্টি হবে।

৫) দাহ্য পদার্থ যেমন লাইটার, ম্যাচ, জাতীয় বস্তু নিয়ে যাওয়া যাবে না ভোটকেন্দ্রে। ধারালো বস্তু যেমন ছুরি, কাঁচি বা কোনও ধরনের অস্ত্র নিয়ে প্রবেশ নিষেধ।

তাই আর মাত্র দুইদিন, এর মধ্যেই আপনার ভোটার স্লিপ সংগ্রহ করে নির্বিঘ্নে আপনার ভোটটি দিয়ে দিন।

সূত্র:  বাংলাদেশ নির্বাচন কমিশন।