শ্যাম্পু ছাড়াই চুল পরিষ্কার করবেন যেভাবে

শ্যাম্পু ব্যবহারের কারণে অনেক সময় চুল অতিরিক্ত রুক্ষ হয়ে যায়। বিশেষ করে ক্ষারযুক্ত শ্যাম্পু চুলকে করে তোলে প্রাণহীন। চুল পরিষ্কার করতে শ্যাম্পুর বদলে ব্যবহার করতে পারেন প্রাকৃতিক উপাদান।   

How-To-Apply-Eggs-on-Hair
শিকাকাই শ্যাম্পু
২ টেবিল চামচ শিকাকাই পাউডার, ২ টেবিল চামচ আমলকী গুঁড়া, ১ টেবিল চামচ রিঠা গুঁড়া ও ৩ টেবিল চামচ জবা ফুলের গুঁড়া একসঙ্গে মিশিয়ে নিন। পরিমাণ মতো পানি মিশিয়ে পেস্ট তৈরি করুন। চুলের গোড়ায় পেস্টটি ম্যাসাজ করুন। চুল ধুয়ে নিন সাধারণ পানি দিয়ে। শেষে আপেল সিডার ভিনেগার মিশ্রিত পানি দিয়ে ধুয়ে ফেলুন চুল।
ডিমের শ্যাম্পু
১ কাপ টক দইয়ের সঙ্গে দুটি ডিম ফেটিয়ে নিন। ৩টি লেবুর রস মেশান। সামান্য পানি মিশিয়ে চুলের গোড়ায় ম্যাসাজ করুন মিশ্রণটি। সাধারণ পানি দিয়ে ধোয়া শেষে আপেল সিডার ভিনেগার মিশ্রিত পানি দিয়ে ধুয়ে ফেলুন চুল।
বেকিং সোডার শ্যাম্পু
১ টেবিল চামচ বেকিং সোডা এক কাপ কুসুম গরম পানিয়ে মিশিয়ে চুল ধুয়ে নিন। সাধারণ পানি দিয়ে ধুয়ে ফেলুন চুল।
লেবু রস
কন্ডিশনারের সঙ্গে একটি লেবুর রস মিশিয়ে চুলের লাগান। চিরুনি দিয়ে চুল আঁচড়ে নিন ভালো করে।

তথ্য: দ্য ইন্ডিয়ান স্পট