চশমা পরিষ্কার করুন ৮ উপায়ে

চশমার গ্লাসে ময়লা কিংবা স্ক্র্যাচ পড়লে পরিষ্কার করে ফেলুন ঝটপট। জেনে নিন কীভাবে বিভিন্নভাবে পরিষ্কার করবেন চশমার কাঁচ।

preview-7934010-650x341-98-1543587386

  • ১ টেবিল চামচ বেকিং সোডার সঙ্গে ১ টেবিল চামচ পানি মিশিয়ে পেস্ট তৈরি করুন। মাইক্রোফাইবার কাপড়ে পেস্টটি নিয়ে ধীরে ধীরে ঘষে পরিষ্কার করুন গ্লাসের স্ক্র্যাচ।
  • কম্পিউটার স্ক্রিন ক্লিনার কিংবা গাড়ির গ্লাস ক্লিনার দিয়েও পরিষ্কার করতে পারেন চশমার গ্লাস।
  • আঙুলের ডগায় সামান্য টুথপেস্ট নিয়ে চশমার গ্লাসে চক্রাকারে লাগান। নরম কাপড় দিয়ে মুছে পরিষ্কার করে নিন গ্লাস।
  • ১ টেবিল চামচ বেকিং সোডা ও ১ চা চামচ ভিনেগার মিশিয়ে চশমার কাচে ঘষে নিন। মাইক্রোফাইবার কাপড় কিংবা পাতলা ও নরম কাপড় দিয়ে ঘষে পরিষ্কার করে ফেলুন।

তথ্য: ব্রাইট সাইড