লম্বা চুলের যত্ন নেবেন যেভাবে

ঘন, কালো কোমর ছাপানো লম্বা চুল কে না চায়? আপনার যদি এমন চমৎকার চুল থেকে থাকে, তবে চুলের যত্নে কিন্তু খানিকটা বেশি সময় আপনাকে দিতে হবেই। জেনে নিন লম্বা চুল কীভাবে ভালো রাখবেন।  

hair-care-routine--1024x562
ট্রিম করতে হবে নিয়মিত
লম্বা চুল নিয়মিত ট্রিম করা জরুরি। নাহলে ফেটে যেতে পারে আগা। আগা ফেটে রুক্ষ হয়ে যাওয়া চুলের বৃদ্ধি বন্ধ হয়ে যায়। আমেরিকার হেয়ার স্টাইলিশ সেলবি সামারিয়া জানান, প্রতি ১০ থেকে ১২ সপ্তাহ পর পর চুল সামান্য ট্রিম করতে হবে। আর আপনার চুল যদি রঙ করা হয় এবং খুব ঘন ঘন স্টাইলিং করা হয়, তবে অবশ্যই ৮ সপ্তাহ পর ট্রিম করে নিতে হবে চুল।  
জট ছাড়ান
লম্বা চুলে জট বাঁধে বেশি। নিয়মিত জট খুলে ফেলতে হবে চুলের। নাহলে ক্ষতিগ্রস্ত হতে পারে চুল।
ব্রাশ করুন নিয়মিত
সঠিক ব্রাশের সাহায্যে প্রতিদিন চুল ব্রাশ করা খুব জরুরি। এতে চুলের গোড়ায় রক্ত সঞ্চালন বাড়ে ও চুলের স্বাস্থ্য ভালো থাকে। চুল ব্রাশ করার সময় অথবা আঁচড়ানোর সময় খেয়াল রাখবেন যেন চুলে আঘাত না লাগে। ধীরে সুস্থে আঁচড়াবেন চুল। কখনও ভেজা চুল ব্রাশ করবেন না অথবা আঁচড়াবেন না।
ঘন ঘন শ্যাম্পু করবেন না
চুল পরিষ্কার রাখার জন্য প্রতিদিন শ্যাম্পু ব্যবহারের প্রয়োজন নেই। তিন দিনে একবার ব্যবহার করুন শ্যাম্পু। এর মধ্যে যদি ব্যবহার করতেই হয় তবে অবশ্যই ভেষজ শ্যাম্পু ব্যবহার করবেন, সামান্য পানি মিশিয়ে।
কন্ডিশনার ব্যবহার করা চাই নিয়মিত
শ্যাম্পুর পর সবসময় প্রাকৃতিক কন্ডিশনার ব্যবহার করবেন। বাজারের কন্ডিশনার ব্যবহার করতে চাইলে শ্যাম্পু ব্যবহারের আধা ঘণ্টা আগে চুলে লাগিয়ে রাখবেন। ভিনেগারমিশ্রিত পানি কিংবা লেবু-পানি চমৎকার কন্ডিশনার হিসেবে কাজ করে। চায়ের লিকার দিয়ে চুল ধুয়ে ফেললেও ঝলমলে হবে চুল।
শক্ত করে বাঁধবেন না চুল
চুলে এমন কোনও স্টাইল করবেন না যেটি একদম টাইট হয়ে আঁটকে থাকে। টেনে খোঁপা করা বা শক্ত বাঁধনে পনিটেইল করলে ক্ষতিগ্রস্ত হয় চুল।
রাতে ঘুমানোর আগে
হালকা করে বেণি করে তারপর রাতে ঘুমাবেন। সিল্কের কাপড় বিছিয়ে নেবেন বালিশে।
তেল ব্যবহার জরুরি
লম্বা চুলের যত্নে সপ্তাহে অন্তত একদিন তেল গরম করে চুলে লাগান। আগা থেকে গোড়া পর্যন্ত লাগিয়ে গরম তোয়ালে দিয়ে ঢেকে নিন চুল। ১ ঘণ্টা পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। এটি চুলের সৌন্দর্য অটুট রাখবে।

প্রাকৃতিক চর্চা নিয়মিত
চুলের যত্নে ভেষজ ও প্রাকৃতিক উপাদানের বিকল্প নেই। মধু, লেবু, দই, কলা ও পেঁয়াজের রস ব্যবহার করতে পারেন চুলে। চুল ঝলমলে ও সুন্দর রাখবে এসব উপাদান।

তথ্য: রিডার্স ডাইজেস্ট