চুলের বৃদ্ধি বাড়ায় দই

লম্বা চুল কে না চায়? সুন্দর, ঝলমলে ও লম্বা চুলের জন্য দইয়ের হেয়ার প্যাক ব্যবহার করতে পারেন সপ্তাহে দুইদিন। এটি চুলের দ্রুত বৃদ্ধিতে সাহায্য করবে। পাশাপাশি খুশকি দূর করার জন্যও কার্যকর এসব হেয়ার প্যাক।

step-2-apply-yogurt-mask-for-conditioning-hair-and-skin কলা ও দই
চুলের গোড়া থেকে ময়লা দূর করে চুল উজ্জ্বল ও সুন্দর করে এই হেয়ার প্যাক। অর্ধেকটি পাকা কলা চটকে ১ টেবিল চামচ দই ও ৩ টেবিল চামচ মধুর সঙ্গে মিশিয়ে নিন। ১ চা চামচ লেবুর রস দিয়ে দিন। মিশ্রণটি ব্লেন্ড করে মিহি পেস্ট তৈরি করুন। ৩০ মিনিট চুলে লাগিয়ে রেখে ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।  
অলিভ অয়েল ও দই
চুলের ভেঙে যাওয়া প্রতিরোধ করে এই হেয়ার প্যাক। ১ টেবিল চামচ অলিভ অয়েল মিশিয়ে নিন ১ কাপ টক দইয়ের সঙ্গে। মিশ্রণটি চুলে লাগিয়ে রাখুন ২০ থেকে ২৫ মিনিট। ভেষজ শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন। ১ টেবিল চামচ লেবুর রস ও ২ কাপ পানিতে মিশিয়ে চুল ধুয়ে ফেলুন। এটি প্রাকৃতিক কন্ডিশনারের কাজ করবে।
অ্যালোভেরা ও দই
৩ টেবিল চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে ২ টেবিল চামচ টক দই, ২ টেবিল চামচ অলিভ অয়েল ও ১ টেবিল চামচ মধু মিশিয়ে নিন। মিশ্রণটি চুলের গোড়ায় ম্যাসাজ করুন। ৪৫ মিনিট পর ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে।

তথ্য: বোল্ডস্কাই