ঝটপট উজ্জ্বল ত্বকের জন্য...

শীতে এমনিতেই ত্বক হারিয়ে ফেলে এর স্বাভাবিক সৌন্দর্য। এমন সময় যদি হুট করে যেতে হয় কোনও দাওয়াতে? ঘরোয়া কিছু উপায়ে ত্বকে ঝটপট ফিরিয়ে আনতে পারেন লাবণ্য। জেনে নিন কীভাবে। 

boilcabbage-1
বাঁধাকপি
বাঁধাকপিতে রয়েছে ভিটামিন এ, সি এবং ডি। এসব ভিটামিন ত্বক উজ্জ্বল ও সুন্দর করে। ঝটপট উজ্জ্বল ত্বকের জন্য বাঁধাকপি সেদ্ধ করে পানি আলাদা করুন। ঠাণ্ডা হলে মুখ ধুয়ে ফেলুন। 
দই
দইতে থাকা ল্যাকটিক অ্যাসিড ত্বকে নিয়ে আসে তারুণ্যের আভা। ৩ টেবিল চামচ টক দইয়ের সঙ্গে ১ টেবিল চামচ অলিভ অয়েল মিশিয়ে ত্বকে লাগান। শুকিয়ে গেলে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।  
নারকেলের দুধ
আধা কাপ নারকেলের দুধ নিন। অর্ধেক অংশ দিয়ে ত্বক ধুয়ে ফেলুন। বাকি অর্ধেকের সঙ্গে চন্দন গুঁড়া মিশিয়ে ত্বকে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।  
আপেল সিডার ভিনেগার
ত্বকের ভেতর থেকে দূষিত পদার্থ বের করে ত্বক উজ্জ্বল ও সুন্দর করে আপেল সিডার ভিনেগার। ১ চা চামচ গোলাপজলের সঙ্গে ১ চা চামচ আপেল সিডার ভিনেগার মিশিয়ে ত্বকে লাগান। ১০ মিনিট পর পানির ঝাপটায় ধুয়ে ফেলুন ত্বক।

তথ্য: টাইমস অব ইন্ডিয়া