চুলে চুইংগাম লেগেছে?

অসাবধানতাবশত চুলে চুইংগাম আটকে গেলে পড়তে হয় বিড়ম্বনায়। জোর করে ছাড়াতে গেলে চুল ছিঁড়ে যায়। জেনে নিন খুব সহজে চুল থেকে চুইংগাম কীভাবে দূর করবেন।

f2888e6f14284bedcb8320d5f14c5d96

  • প্রথমেই চুল একটু লবণ-পানিতে ভিজিয়ে নিন। এতে ভেজা চুলের তাপমাত্রা কমে আসবে। এরপর চুলে আটকে থাকা চুইংগামের ওপর বরফের টুকরো ঘষতে থাকুন। লবণ-পানির প্রভাবে বরফ গলে যাবে দ্রুত। এতে ঠাণ্ডা হয়ে শক্ত হয়ে আসবে চুইংগাম। ফলে এটি সহজেই চুল থেকে আলাদা হয়ে যাবে।
  • পিনাট বাটারের সাহায্যে দূর করতে পারেন চুলের চুইংগাম। প্রথমে চুইংগাম লেগে থাকা অংশটি রাবার ব্যান্ড দিয়ে বেঁধে আলাদা করুন। চুইংগামের উপর পিনাট বাটার লাগিয়ে টুথব্রাশের সাহায্যে ধীরে ধীরে নিচের দিকে টানতে থাকুন। পুরোপুরি চুর হলে ভেজা টাওয়েল দিয়ে মুছে ফেলুন চুল।  
  • চুইংগাম লেগে থাকা চুল ভিনেগারে ডুবিয়ে রাখুন কিছুক্ষণ। ধীরে ধীরে আলগা হয়ে উঠে আসবে চুইংগাম।

তথ্য: উইকি হাউ, হেলথ লাইন