টাক পড়ে যাচ্ছে? ব্যবহার করুন পেঁয়াজের রস

চুল কমে যাওয়া নিঃসন্দেহে দুশ্চিন্তার বিষয়। ঘরোয়া যত্নে ফেরাতে পারেন আগের মতো সুন্দর চুল। এজন্য নিয়মিত পেঁয়াজের রস ব্যবহার করা চাই চুলে।  

maxresdefault
চুলের যত্নে পেঁয়াজের রস কেন ব্যবহার করবেন?

  • চুলের গোঁড়া মজবুত করতে ভীষণ কার্যকর পেঁয়াজের রস। এটি নিয়মিত ব্যবহারে বন্ধ হবে চুল পড়া।
  • মাথার চুল পাতলা হয়ে যাচ্ছে? সপ্তাহে দুইদিন পেঁয়াজের রস ব্যবহার করুন নিশ্চিন্তে। এটি নতুন চুল গজাতে সাহায্য করে।
  • খুশকির জন্য দায়ী জীবাণু দূর করে পেঁয়াজের রস।
  • চুলের ভেঙে যাওয়া রোধ করে ঝলমলে ও সুন্দর করে চুল।
  • চুলের অকালে পেকে যাওয়া থামায়।

যেভাবে পেঁয়াজের রস ব্যবহার করবেন চুলে

  • পেঁয়াজ কেটে ছোট টুকরা করে ব্লেন্ড করুন। সামান্য পানি মিশিয়ে পাতলা কাপড়ের সাহায্যে ছেঁকে নিন। পেঁয়াজের রস আঙুলের সাহায্যে সরাসরি লাগান চুলের গোড়ায়। কিছুক্ষণ ম্যাসাজ করে অপেক্ষা করুন। ৪০ মিনিট পর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে প্রাকৃতিক বাতাসে শুকিয়ে নিন।
  • কোয়ার্টার কাপ পেঁয়াজের রসের সঙ্গে ১ টেবিল চামচ মধু মিশিয়ে নিন। হেয়ার প্যাকটি চুলের আগা থেকে গোড়া পর্যন্ত লাগান। ৩০ মিনিট পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
  • ৩ টেবিল চামচ পেঁয়াজের রসের সঙ্গে দেড় টেবিল চামচ অলিভ অয়েল মিশিয়ে চুলের গোড়ায় ম্যাসাজ করুন। ২ ঘণ্টা অপেক্ষা করে ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে। খুশকি দূর করে এই হেয়ার প্যাক।

তথ্য: হেলথ লাইন, রিওয়ার্ড মি