ফুল দীর্ঘক্ষণ তাজা রাখবেন যেভাবে

আসছে বসন্তের দিন। ফুল ছাড়া কি বসন্ত বরণ হয়? তাই নিজেকে সাজানোর পাশাপাশি ঘর সাজাতেও চাই তাজা ফুল। জেনে নিন অনেকদিন পর্যন্ত তাজা ফুলের সৌন্দর্য কীভাবে উপভোগ করবেন।

02-cutting-stems

  • ফুলদানিতে ফুল রাখার আগে অবশ্যই নিচের কিছু অংশ কেটে নেবেন।
  • ফুলদানির পানিতে ২ টেবিল চামচ সাদা ভিনেগার মিশিয়ে দিন। ব্যাকটেরিয়া জন্মাতে দেবে না এটি।
  • ফুলদানির পানির মধ্যে যেন কোনও পাতা ডুবে না থাকা। পাতা ডুবে থালে দ্রুত পচন ধরে ফুল নষ্ট হয়ে যায়।
  • সরাসরি রোদ পড়ে এমন জায়গায় ফুলসহ ফুলদানি রাখবেন না।
  • প্রতিদিন পানি বদলে দিন। পানি বদলে দেওয়ার সময় ফুলের ডাঁটা নিচ থেকে এক ইঞ্চি পরিমাণ অংশ কেটে ফেলুন।
  • ফুলদানির পানিতে একটি কয়েন ফেলে দিন। অনেকদিন পর্যন্ত ভালো থাকবে ফুল।
  • ১ লিটার পানিতে ৩ টেবিল চামচ চিনি ও ২ টেবিল চামচ ভিনেগার মিশিয়ে ফুল রাখুন। তাজা থাকবে অনেক দিন।

তথ্য: রিডার্স ডাইজেস্ট