সম্পর্ক থাকুক যতনে

সম্পর্কে টানাপড়েন থাকতেই পারে। মান-অভিমান, আবেগ ও আরও নানা জটিল মনস্তাত্বিক সমীকরণ জড়িয়ে থাকে সম্পর্কে। সামান্য ভুল বোঝাবুঝি যেন সম্পর্ক শেষ না করে দেয়, সেজন্য সম্পর্কের ছোটখাট বিষয়ে যত্নবান হওয়ার বিকল্প নেই।

shutterstock_389865823-1024x653

  • সম্পর্ক সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পর্যাপ্ত সময় ও মনোযোগ দিতে হবে। কাজের চাপ যতই থাকুক না কেন, একে অপরের জন্য সময় বের করুন। সঙ্গীর সঙ্গে যতটা সময় কাটাবেন ততই একে অপরের পছন্দ পছন্দ সম্পর্কে জানবেন। এতে একে অপরকে বুঝতে সুবিধা হবে।
  • কোনও বিষয় খারাপ লাগলে সেটা স্পষ্ট করে বলুন সঙ্গীকে। কোন বিষয়টা খারাপ লেগেছে, কেন কষ্ট পেয়েছেন- সেটা বুঝিয়ে বলুন।
  • সবসময় যে সমস্যা নিয়েই কথা বলতে হবে এমন নয়। সঙ্গীর সঙ্গে ভালোবাসার কথা বলুন, সম্ভাবনার কথা বলুন। কৃতজ্ঞতা জানান, তার প্রশংসা করুন।
  • উপহার দিতে গেলে যে বিশেষ কোনও উপলক্ষ লাগবেই এমন নয়। কোনও বিশেষ কারণ বা উপলক্ষ ছাড়াই ছোট ছোট উপহার দিন আপনার সঙ্গীকে।
  • ব্যস্ততার মধ্য থেকে সময় বের করে সঙ্গীকে নিয়ে দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। এতে বোঝাপড়াটা আরেকটু ঝালিয়ে নেওয়ার সুযোগ পাওয়া যাবে। নিজেদের জন্য সুন্দর কিছু সময়ও পেয়ে যাবেন স্মৃতি হিসেবে।