সিলিকা জেলের ৫ ব্যবহার

নতুন ব্যাগ, জুতা অথবা গ্যাজেটের সঙ্গে সিলিকা জেলের ছোট্ট প্যাকেট থাকে। যেসব জিনিস শুষ্ক রাখা ভীষণ জরুরি, সেসব পণ্যের প্যাকেটেই এটি দেওয়া থাকে। পণ্যের ময়েশ্চার দূর করে সিলিকা জেল। সিলিকা জেলের প্যাকেট গৃহস্থালি নানা কাজে ব্যবহার করতে পারেন। তবে লক্ষ রাখবেন যেন শিশুরা নাগাল না পায়।

embeddedIMG_SilicaGel_850px_2-600x600

  • মুঠোফোন ভিজে গেলে কাজে লাগাতে পারেন সিলিকা জেল। নরম কাপড় দিয়ে ফোন মুছে ব্যাটারি খুলে ফেলুন। একটি জিপলক ব্যাগে ফোন ও ব্যাটারির সঙ্গে কয়েকটি সিলিকা জেলের প্যাকেট রেখে ব্যাগের মুখ বন্ধ করে দিন। সারারাত এভাবে রেখে পরদিন ফোন অন করুন।
  • ব্লেড যেন জং না ধরে সেজন্য একটি পাত্রে সব ব্লেড রেখে সঙ্গে একটি সিলিকা জেলের প্যাকেট রেখে দিন।
  • স্টিলের তৈজস বা রূপার গয়নার কালচে হওয়া থেকে রক্ষা করে সিলিকা জেল।
  • কফির ময়েশ্চার দূর করতে এক প্যাকেট সিলিকা জেল রেখে দিন বয়ামের ভেতরে।
  • চামড়ার জুতা ময়েশ্চার থেকে দূরে রাখতে ভেতরে সিলিকা জেলের প্যাকেট রেখে দিন।

তথ্য: টাইমস অব ইন্ডিয়া