পোশাকে রঙ লেগেছে?

দোলযাত্রায় রঙ খেলার পর দেখলেন প্রিয় পোশাকটির দফারফা হয়ে গেছে! কী করবেন? জেনে নিন পোশাক থেকে রঙ ওঠানোর সহজ কিছু উপায়।

ছবি: সাজ্জাদ হোসেন

  • এক বালতি ঠাণ্ডা পানিতে আধা কাপ ভিনেগার ও ১ চা চামচ ডিটারজেন্ট পাউডার মেশান। এই পানিতে ৩০ মিনিট জামা ভিজিয়ে রেখে তারপর কচলে ধুয়ে ফেলুন।
  • সাদা পোশাকে রঙ লাগলে নন ক্লোরিন ব্লিচের সাহায্যে ওঠান রঙ। সাদা পোশাক গরম পানিতে নন ক্লোরিন ব্লিচ দিয়ে ভিজিয়ে রাখুন। ভালো করে ধুয়ে বাতাসে শুকিয়ে নিন।
  • নরম ব্রিসলের কোনও টুথব্রাশে টুথপেস্ট লাগিয়ে রঙের ওপর ঘষতে থাকুন। রঙ উঠে গেলে ডিটারজেন্ট দিয়ে ধুয়ে নিন।