চুলের যত্নে শশার প্যাক

cucumberশশা ত্বকের জন্য ভীষণ উপকারী। তবে চুলের যত্নে শশার প্যাক নিয়ে চর্চা একটু কমই। তবে জেনে নিন, শশা কন্ডিশনারের কাজ করে। শশার কিছু প্যাক চুলের বৃদ্ধিতে ও উজ্জ্বলতা বাড়াতে সহায়তা করে। হেয়ার এক্সপার্টরা বলেন, শশায় বিদ্যমান সিলিকন ও সালফার চুলের বৃদ্ধির জন্য কাজ করে। জেনে নিন শশার দুটি প্যাকের প্রস্তুতি।

ডিম, শশার রস ও দই একসঙ্গে মিশিয়ে একটি প্যাক তৈরি করে চুলে আধঘণ্টা দিয়ে রাখুন, এরপর শ্যাম্পু করে ফেলুন।

শ্যাম্পু করা চুলে শশার রস দিয়ে মিনিট পাঁচেক রেখে ধুয়ে ফেলুন। কন্ডিশনারের কাজ করে শশা।

শশার রস ও অলিভ ওয়েল গরম করে চুলের গোড়ায় লাগান। রাতে ঘুমানোর আগে দিয়ে ঘুমাবেন। সকালে শ্যাম্পু করে ফেলবেন। সপ্তাহে দুইদিন এই তেল লাগালে চুলের গোড়া শক্ত হবে। চুলও ঝলমলে হবে।

সূত্র: বোল্ডস্কাই।