বৈশাখী জমজমাট আয়োজন

_HA_7645পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব।  এই উৎসব মুখর পরিবেশে বৈশাখী সাজে নিজেকে রঙ্গিন করতে ভালবাসে সবাই। সবার ভালোবাসার প্রতি শ্রদ্ধা রেখে প্রতি বছরের ন্যায় বিশ্বরঙ এবারের বৈশাখে পোশাকের ডিজাইনে এনেছে নতুন মাত্রা।

ভিন্ন ধরনের মোটিফ নিয়ে কাজ করছে তারা। এবারের মোটিফ হচ্ছে আলপনা ও সুই-সুতার নিপুন কারুকাজ। এবারের আল্পনায় ব্যবহৃত মোটিফগুলো হচ্ছে সূর্য, চালের দানা, পেচা, মই, লাঙ্গল, দেবি, মাছ, পানের পাতা, কৌতুক, ইত্যাদি।

এবারের বৈশাখে বিশ্বরঙের শাড়ি, সেলোয়ার-কামিজ, পাঞ্জাবি, ব্লাউজ, স্কাট, ইত্যাদিতে আল্পনার কাজ ও সুতার নকশাগুলো পাওয়া যাবে।

বিশ্বরঙ সকল ছাত্র-ছাত্রীদের জন্য নিয়ে এসেছে বিশেষ অফার স্টুডেন্ট আইডি কার্ড দেখালে বিকাল

 ৩টা থেকে ৫টার মধ্যে পাবে ১০% ডিসকাউন্ট।

এছাড়া অনলাইনেও ডেলিভারি দেবে বিশ্বরঙ। বাসায় বসে বিশ্বরঙের ওয়েবপেইজে অর্ডার করতে পারেন।