৩ ফেসপ্যাকে দূর হবে ব্ল্যাকহেডস

কালচে হয়ে থাকা ত্বকের বিড়ম্বনা থেকে মুক্তি পেতে কয়েকটি ঘরোয়া ফেসপ্যাক ব্যবহার করতে পারেন। এছাড়া ব্ল্যাকহেডস থেকে দূরে থাকতে নিয়মিত ত্বক পরিষ্কার রাখার বিকল্প নেই।

1.-Cream-Gram-Flour-And-Turmeric-Pack

  • পুদিনা পাতা বেটে রস করে তার সঙ্গে গুঁড়ো করা হলুদ বা বাটা হলুদ দিয়ে ঘন মিশ্রণ তৈরি করে নিন। মিশ্রণটি ত্বকের ব্ল্যাকহেডস আক্রান্ত ত্বকে পুরু করে লাগান। শুকিয়ে গেলে হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিন।
  • হলুদ ও চন্দনের গুঁড়ার সঙ্গে পরিমাণ মতো কাঁচা দুধ মিশিয়ে ঘন করে মিশ্রণ তৈরি করে নিন। মিশ্রণটি ত্বকে ১৫ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।
  • ত্বক পরিষ্কার করে নিন। ব্ল্যাকহেডস আক্রান্ত ত্বকে মধু লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।

তথ্য: জি নিউজ