গৃহস্থালি পরিচ্ছন্নতায় ভিনেগার ও সোডা

সাদা ভিনেগার ও বেকিং সোডা ব্যবহার করতে পারেন গৃহস্থালি পরিচ্ছন্নতায়। এটি যেমন পরিষ্কার করবে বাথরুম, তেমনি দুর্গন্ধ দূর করবে কাপড় থেকে।

1_Baking_soda_vinegar_djedzura

  • কমোড পরিষ্কার করার জন্য ব্যবহার করতে পারেন বেকিং সোডা ও ভিনেগার। প্রথমে ভালো করে ভিনেগার স্প্রে করে ভিজিয়ে নিন কমোড। বেকিং সোডা ছিটিয়ে আবারও স্প্রে করুন ভিনেগার। কিছুক্ষণ অপেক্ষা করে টয়লেট ব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করে ফেলুন।
  • কার্পেটে দাগ লেগেছে? দাগের উপর ভিনেগার স্প্রে করে ভিজিয়ে নিন। ভেযা কার্পেটের উপর ছড়িয়ে দিন বেকিং সোডা। শুকিয়ে ফেলে ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে পরিষ্কার করে ফেলুন।
  • বেসিনের ড্রেইন পরিষ্কার করার জন্য আধা কাপ বেকিং সোডা ঢেলে দিন। ১ কাপ সাদা ভিনেগার ঢেলে আধা ঘণ্টা অপেক্ষা করুন। ৩০ মিনিট পর ফুটন্ত পানি ঢেলে দিন বেসিনে।
  • কাপড় পরিষ্কারের সময় পানিতে ভিনেগার মিশিয়ে নিলে কাপড়ের দুর্গন্ধ দূর হবে।